Sukanta On TMC Rally: 'টাকা ছাড়া কিছু বোঝে না তৃণমূল', শহিদ দিবস ইস্যুতে জেলা সভাপতিকে কটাক্ষ সুকান্তর

Published : Jul 21, 2025, 11:27 AM ISTUpdated : Jul 21, 2025, 11:36 AM IST
Union Minister Sukanta Majumdar (Photo/ANI)

সংক্ষিপ্ত

Sukanta Majumdar: তৃণমূলের শহিদ দিবস উপলক্ষে জেলা সভাপতির বক্তব্যের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যা নিয়ে সরব হয়েছে বিজেপি। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন… 

Sukanta Majumdar on 21 July: বছর ঘুরলেই ছাব্বিশের নির্বাচন। তার আগে শেষ একুশে জুলাইয়ের সভা ঘিরে গত কয়েকদিন ধরেই চলছিল প্রস্তুতি। জেলা থেকে শনিবার থেকেই বাসে-ট্রেনে করে শহরে আসতে শুরু করেছেন তৃণমূলের কর্মী সমর্থকরা। উদ্দেশ্য একটাই। বিধানসভা ভোটের আগে দলকে-রাজ্যবাসীকে কী বার্তা দেন তৃণমূল সুপ্রিমো সেই দিকেই নজর সকলের। যদিও তৃণমূলের শহিদ দিবস নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক অভিযোগ করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার।

কী বলেছেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar on 21 July):-

নিজের এক্স হ্যান্ডেলে সুকান্ত মজুমদার একটি ভিডিয়ো পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন- ''২১ জুলাই-এর প্রস্তুতি বৈঠকে খোদ তৃণমূল কংগ্রেসের দক্ষিণ দিনাজপুর সাংগঠনিক জেলার সভাপতি সুভাষ ভাওয়ালই স্পষ্টভাবে বলে দিচ্ছেন, তাঁদের নেতা-কর্মীদের মধ্যে কেউই নাকি বিনা পয়সায় যাওয়ার লোক নেই! তারা (

@AITCofficial

কর্মীরা) নাকি কেবলমাত্র 'টাকা' বোঝে...

ফলে সহজেই বোধগম্য যে, জেলাতে শাসকদলের একান্ত সাংগঠনিক বৈঠকে যদি দলের জেলা সভাপতির মুখ ফসকে এমন কঠিন সত্য কথা বেরিয়ে যায়, তাহলে আগাগোড়া সংগঠন কিসের উপর দাঁড়িয়ে আছে!

উপর থেকে নিচের স্তর পর্যন্ত সম্পূর্ণ ‘লেনদেন’ নির্ভর যে দলের নেতৃত্ব নিজের কর্মীদের আদর্শেরই গ্যারান্টি দিতে পারে না, তাদের উপর বাংলার খেটে খাওয়া জনগণ কতটা বিশ্বাস করতে পারবে!''

এদিকে সোশ্যাল মিডিয়ায় ভিডিয়োটি ভাইরাল হতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। জেলাতে শাসকদলের সাংগঠনিক বৈঠকে দলের সভাপতি যদি মুখ ফসকে এমন কথা বলে দেয় তাহলে আগাগোড়া সাংগঠনিক কীসের উপর দাঁড়িয়ে আছে তা নিয়েও প্রশ্ন তুলেছএ বিরোধীরা।

 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Babri Masjid Foundation: বাবরি মসজিদ শিলান্যাস ঘিরে বেলডাঙায় জনস্রোত! সময় বাড়তেই উপচে পড়ছে ভিড়
শেষ পর্যন্ত সন্তানকে নিয়ে বাড়ি ফিরলেন সোনালি খাতুন, প্রথমে ভর্তি করা হয় হাসপাতালে