- Home
- West Bengal
- West Bengal News
- জ্বালাপোড়া গরম থেকে এবার তাড়াতাড়ি মুক্তি দেবে বর্ষা? আগাম বর্ষা নিয়ে মৌসম ভবন দিল বড় আপডেট
জ্বালাপোড়া গরম থেকে এবার তাড়াতাড়ি মুক্তি দেবে বর্ষা? আগাম বর্ষা নিয়ে মৌসম ভবন দিল বড় আপডেট
Weather Update on Rain: প্রবল গরমে হাঁসফাঁস অবস্থা। দক্ষিণবঙ্গে কোনও কোনও জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপর। রয়েছে তাপপ্রবাহের সতর্কতা।

প্রবল গরম
প্রবল গরমে হাঁসফাঁস অবস্থা। দক্ষিণবঙ্গে কোনও কোনও জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপর। রয়েছে তাপপ্রবাহের সতর্কতা।
কলকাতার তাপমাত্রা
কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা আজ ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি। আগামিকালও তাপমাত্রার তেমন কোনও হেরফের হবে না।
দক্ষিণবঙ্গের সতর্কতা
দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই প্রবল গরম আর অস্বস্তিকর আবহাওয়া থাকবে। উত্তর ২৪ পরগনা, নদিয়া , মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, বীরভূমেরয়েছে বৃষ্টির সতর্কতা।
তাপপ্রবাহ
দভক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে আজ থেকে আগামী পাঁচ দিন।
কলকাতায় বৃষ্টি
আজ নয়, আগামিকাল কলকাতা-সহ গাঙ্গেয় উপত্যকার জেলাগুলিতে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রাজ্যের সবথেকে গরম এলাকা
রাজ্যের সবথেকে গরম এলাকা হল কলাইকুন্ডা। তাপমাত্রা ৪৩.২ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের গরম এলাকা হল মালদা। তাপমাত্রা ৪১ ডিগ্রি।
বর্ষা নিয়ে সুখবর
এরই মধ্যে বর্ষা নিয়ে সুখবর দিল ভারতের আবহাওয়া বিভাগ। মৌসম ভবনের পূর্বাভাস সঠিক সময়ই বর্ষা আসবে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে।
বর্ষা ঢুকবে
মৌসম ভবন জানিয়েছে আগামী ৪-৫ দিনের মধ্যেই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ঢুকবে। অর্থাৎ বর্ষা ঢুকে পড়বে।
আগাম বর্ষা
মৌসম ভবনের পূর্বাভাস হল উত্তর বাংলাদেশে রয়েছে একটি ঘূর্ণাবর্ত।দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগরে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। সেই কারণে সময়ের আগেই বর্ষা ঢুকবে ভারতীয় ভূখণ্ডে।
১৩ মে বর্ষা শুরু
মৌসম ভবনের পূর্বাভাস গামী ১৩ মে আন্দামানে বর্ষা ঢুকে যাবে।
কেরল বর্ষা
মৌসম ভবন জানিয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে কেরলে অর্থাৎ মূল ভারতীয় ভূখণ্ডে বর্ষা ঢুকতে সাধরণত সময় নেয় ১০ দিন। আর কেরল থেকে কলকাতায় বর্ষা আসতে সময় লাগে ৭ থেকে ১০ দিন।
পশ্চিমবঙ্গে বর্ষা শুরু
সাধারণে কলকাতায় বর্ষা শুরু হয় ৭ জুন থেকে। কিন্তু এখন সময়ের অপেক্ষা- কলকাতায় কবে বর্ষা এসে মুক্তি দেয় ওই দাবদহ থেকে।

