মৌসম ভবনের পূর্বাভাস হল উত্তর বাংলাদেশে রয়েছে একটি ঘূর্ণাবর্ত।দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগরে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। সেই কারণে সময়ের আগেই বর্ষা ঢুকবে ভারতীয় ভূখণ্ডে।
1012
১৩ মে বর্ষা শুরু
মৌসম ভবনের পূর্বাভাস গামী ১৩ মে আন্দামানে বর্ষা ঢুকে যাবে।
1112
কেরল বর্ষা
মৌসম ভবন জানিয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে কেরলে অর্থাৎ মূল ভারতীয় ভূখণ্ডে বর্ষা ঢুকতে সাধরণত সময় নেয় ১০ দিন। আর কেরল থেকে কলকাতায় বর্ষা আসতে সময় লাগে ৭ থেকে ১০ দিন।
1212
পশ্চিমবঙ্গে বর্ষা শুরু
সাধারণে কলকাতায় বর্ষা শুরু হয় ৭ জুন থেকে। কিন্তু এখন সময়ের অপেক্ষা- কলকাতায় কবে বর্ষা এসে মুক্তি দেয় ওই দাবদহ থেকে।