Anubrata Mondal: জামিনের আবেদন অনুব্রত মণ্ডলের, সিবিআই-কে নোটিস সুপ্রিম কোর্টের

Published : Sep 18, 2023, 04:45 PM ISTUpdated : Sep 18, 2023, 05:33 PM IST
Anubrata Mondal

সংক্ষিপ্ত

একদা বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল এক বছরেরও বেশি সময় ধরে সিবিআই হেফাজতে। বারবার জামিনের আর্জি জানালেও, স্বস্তি পাচ্ছেন না এই প্রভাবশালী রাজনৈতিক নেতা।

দুর্গাপুজোের আগে কি জামিন পাবেন গরু পাচার মামলায় সিবিআই হেফাজতে থাকা অনুব্রত মণ্ডল? এই সম্ভাবনা বাড়ছে। কারণ, কলকাতা হাইকোর্টে জামিনের আর্জি নাকচ হয়ে গেলেও, সুপ্রিম কোর্টে কিছুটা স্বস্তি পেলেন বীরভূমের একদা একচ্ছত্র অধিপতি। অনুব্রতর জামিনের আবেদন নিয়ে সিবিআই-কে নোটিস দিচ্ছে সুপ্রিম কোর্ট। গরু পাচার মামলার তদন্ত কোন পর্যায়ে আছে, সেটাও জানতে চাইছে শীর্ষ আদালত। এর ফলে অনুব্রতর জামিনের বিষয়ে আশাবাদী হয়ে উঠেছেন আইনজীবী মকুল রোহতাগি। তাঁর যুক্তি, এই মামলায় একমাত্র অনুব্রতকেই হেফাজতে রাখা হয়েছে। বাকি সব অভিযুক্তরই জামিন হয়েছে। তাছাড়া ৫টি চার্জশিট পেশ করেছে সিবিআই। সেই কারণে অনুব্রতকে জামিন দেওয়া উচিত।

গ্রেফতার হওয়ার পর থেকে বেশ কয়েকবার জামিনের আবেদন জানিয়েছেন অনুব্রত। কিন্তু তিনি মুক্তি পাননি। তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলও গ্রেফতার হয়েছেন। এবার অনুব্রতর জামিনের আর্জি  সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চের বিচারাধীন। নোটিসের জবাবে সিবিআই কী বলে, তার উপরেই অনুব্রতর জামিনের বিষয়টি নির্ভর করছে। 

গরু পাচার মামলায় ২০২২-এর আগস্টে গ্রেফতার হন অনুব্রত। তাঁর সঙ্গেই গ্রেফতার করা হয় দেহরক্ষী সায়গল হোসেন, এনামুল হক, হিসেবরক্ষক মণীশ কোঠারিকে। গরু পাচার মামলায় গ্রেফতার হয়েছেন বিএসএফ কম্যান্ডান্ট সতীশ কুমারও। প্রথমে আসানসোলে রাখা হয়েছিল অনুব্রতকে। এরপর তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা করা হয়। সেই মামলায় রাজ্য পুলিশের হাতে গ্রেফতার হন বীরভূমের প্রাক্তন তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি। তাঁকে রামপুরহাটে নিয়ে যাওয়া হয়। যদিও সেই মামলায় জামিন পেয়ে যান এই নেতা। তখন তাঁকে আবার হেফাজতে নেয় সিবিআই। এরপর অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়া হয়। এই তৃণমূল নেতাকে হেফাজতে নেয় ইডি। তারপর তাঁর ঠাঁই হয় তিহার জেলে। এখন সেখানেই আছেন তিনি। জামিনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই নেতা।

অনুব্রত জামিন পেয়ে গেলে লোকসভা নির্বাচনের আগে বীরভূমে তৃণমূল নেতা-কর্মীরা উজ্জীবিত হয়ে উঠবেন। এবারের পঞ্চায়েত ভোটের সময় অনুব্রত-ম্যাজিক কাজ করেনি। তা সত্ত্বেও বীরভূমের বেশিরভাগ আসনেই জয় পেয়েছে রাজ্যের শাসক দল। অনুব্রত গ্রেফতার হলেও, তাঁর পাশ থেকে সরে যায়নি দল। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর প্রিয় কেষ্টর পাশে থাকার বার্তা দিয়েছেন। ফলে অনুব্রত জামিন পেলে ফের ভোটের ময়দানে অবতীর্ণ হতে পারেন। ফের বাজবে চড়াম-চড়াম ঢাক, শোনা যাবে গুড়-বাতাসার কথা।

আরও পড়ুন-

পঞ্চায়েত ভোটে নিহত ৫৪ জনের মধ্য কতজনের পরিবার ক্ষতিপুরণ পেয়েছ? রাজ্যের কাছে জানতে চাইল হাইকোর্ট

Visva Bharati: 'আশ্রমিক, প্রাক্তনীরা জঞ্জাল,' ফের বিতর্কে বিশ্বভারতীর উপাচার্য

PM Modi Speech : 'কান্নাকাটি করার জন্য আপনারা অনেক সময় পাবেন' বিরোধীদের খোঁচা প্রধানমন্ত্রীর

PREV
click me!

Recommended Stories

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নতুন নিয়ম, পড়ুয়াদের প্রশ্ন পড়তে অতিরিক্ত ১০ মিনিট
বৃহস্পতিবারই শেষ এসআইআর ফর্ম ফিলাপের সময়সীমা, রাজ্যে ভুয়ো ভোটার কত?