'অভিষেককে নন্দীগ্রামে দাঁড় করালে...', মমতার পর এবার নতুন চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারীর

Published : Nov 02, 2025, 03:28 PM IST

মমতার পর এবার শুভেন্দু অধিকারীর চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তাও আবার নন্দীগ্রামে। শনিবার শুভেন্দু অধিকারী অভিষেককে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দেন 

PREV
15
শুভেন্দু অধিকারীর চ্যালেঞ্জ

মমতার পর এবার শুভেন্দু অধিকারীর চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তাও আবার নন্দীগ্রামে। শনিবার শুভেন্দু অধিকারী অভিষেককে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। তিনি নন্দীগ্রামে অভিষেককে হারানোর চ্যালেঞ্জ জানিয়েছেন। এর আগে চ্যালেঞ্জ ছুঁড়়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে।

25
শুভেন্দুর বার্তা

শুভেন্দু অধিকারী বলেন, 'নন্দীগ্রামে ১ কোটি টাকা করে দিলেও কেউ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেয়নি। অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে নন্দীগ্রামে দাঁড় করালেও কেউ ভোট দেবে না।'

35
শুভেন্দুর ইচ্ছে

এখানেই শেষ নয়, শুভেন্দু আরও বলেন, আমি চাই অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে নন্দীগ্রামে পাঠাক। তারপরই তিনি বলেন 'অভিষেককে এখানে হারাব। বড়টাকে ভবানীপুরে।' তবে শুভেন্দু অধিকারী নিজে কি দুই জায়গার প্রার্থী হবেন? সেই প্রশ্নের উত্তর অবশ্য এখনও পাওয়া যায়নি বিজেপি থেকে।

45
হটসিট ভবানীপুর

ভোটের আগেই হটসিটে পরিণত হয়েছে ভবানীপুর আর নন্দীগ্রাম। একটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র। অন্যটি শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্রী। এখনও পর্যন্ত বিধানসভা নির্বাচনে লড়াই করেননি অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। কিন্তু তার লোকসভা কেন্দ্র ডায়মন্ডহারবারেও রয়েছে যথেষ্ট উত্তেজনা।

55
রবিবার ভবানীপুরে সভা শুভেন্দুর

রবিবার ভবানীপুরে একটি সভা করেন শুভেন্দু অধিকারী। সেখানেই তিনি অভিষেক আর মমতার দিকে চ্যালেঞ্জ ছুঁড়়ে দেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, 'এমনিতেই কানের কাছে হারছি হারছি বাজচ্ছে। আমারতে মনে হয় এসআইআর হওয়ার পর উনি মেটিয়াবুরুজ চলে যেতে পারেন।' পাশাপাশি ভবানীপুর জয়ের ব্যাপারেই রীতিমত আশাবাদী শুভেন্দু অধিকারী।

Read more Photos on
click me!

Recommended Stories