‘আমাকেও কামড়াতে এসেছিলেন,’ চাকরিপ্রার্থীকে পুলিশি কামড়ের ঘটনায় নবান্ন অভিযানের কথা স্মরণ করালেন শুভেন্দু

চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশের কামড়ের পর শেষমেশ নিজের ‘ডোন্ট টাচ’ বক্তব্যের আসল কারণ ব্যাখ্যা করলেন বিরোধী দলনেতা। 

Sahely Sen | Published : Nov 11, 2022 12:40 PM IST

বুধবার কলকাতার রাস্তায় শিক্ষক পদে চাকরির দাবি তুলে আন্দোলনে রত ছিলেন প্রার্থীরা। প্রতিবাদী প্রার্থীদের সরিয়ে দেওয়ার জন্য বিভিন্ন রকম পন্থা অবলম্বন করেন কর্তব্যরত পুলিশ কর্মীরা। সেসময়েই অরুণিমা পাল নামে এক আন্দোলনকারীর হাতে কামড়ে দেন কলকাতা পুলিশের একজন মহিলা কন্সটেবল। সেই কামড় বিতর্ক নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে বঙ্গের রাজনৈতিক মহলে। এরই মধ্যে একটি চাঞ্চল্যকর দাবি করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

সাংবাদিকদের সামনেই বিরোধী দলনেতা দাবি করেন, সাঁতরাগাছির রাস্তায় বিজেপির নবান্ন অভিযানের দিনও তাঁকে কামড়াতে ওই মহিলা পুলিশকর্মীকেই পাঠানো হয়েছিল। সেই আশঙ্কা আঁচ করেই সেদিন ‘ডোন্ট টাচ মাই বডি’ বলেছিলেন শুভেন্দু অধিকারী।

শুভেন্দুর বক্তব্য, ‘এটা পুলিশের পোশাক হতে পারে না। পুলিশের পোশাক সব সময় আলাদা হয়। এর মাধ্যমেই জনগণের থেকে পুলিশকে আলাদা করে চেনা যায়। ইনি হচ্ছেন বেবি তামাং। ইনি উত্তরবঙ্গে ছিলেন। আমি এর আগে আরেক পুলিশ অফিসারের নাম বলেছিলাম, মারিয়া। তিনি আমার কাঁধে তিন বার মেরেছিলেন। সেদিন আমি ‘ডোন্ট টাচ মাই বডি’ বলায় আমাকে নিয়ে অনেক ব্য়ঙ্গ করা হয়েছিল।’

রাজ্য সরকারকে কটাক্ষ করে তিনি বলেন, ‘সেদিনও তো বেবি তামাংকে পাঠিয়েছিলেন আমার হাত কামড়াতে। আমি সেটার সুযোগ দিইনি। কলেজের গেট থেকে রাজনৈতিক আন্দোলন করতে করতে এখানে এসেছি। আমি বুঝতে পেরেছিলাম এরপরে কী হবে।’

বিজেপির নবান্ন অভিযানের দিন সাঁতরাগাছিতে শুভেন্দু অধিকারীকে বাধা দেয় পুলিশ। বেশ কয়েকজন মহিলা পুলিশকর্মী তাঁকে ঘিরে ধরেন বলে অভিযোগ। সেসময়ে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন শুভেন্দু। তখনই এক মহিলা পুলিশকর্মীকে শুভেন্দুবাবু বলেন, ‘ডোন্ট টাচ মাই বডি, আই অ্যাম মেল।’ যা নিয়ে ব্যাপক বিদ্রুপ শুরু করে তৃণমূল, ডোন্ট টাচ মাই বডি লেখা টি-শার্টও তৈরি হয়ে যায় ঘাসফুল শিবিরের সমর্থকদের মধ্যে। সেসময়ে নিজের বক্তব্যের স্বপক্ষে খুব-একটা জোরালো মন্তব্য করতে শোনা যায়নি শুভেন্দু অধিকারীকে। কিন্তু, চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশের কামড়ের পর শেষমেশ নিজের সেই বক্তব্যের আসল কারণ ব্যাখ্যা করলেন বিরোধী দলনেতা।


আরও পড়ুন-
‘পুলিশবাহিনী কলঙ্কিত,’ চাকরিপ্রার্থীর হাতে কামড়ে দেওয়ার ঘটনায় অসন্তোষ প্রকাশ করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়
আধার কার্ড নিয়ে কেন্দ্র সরকারের নির্দেশিকা, প্রত্যেক নাগরিকের জন্য নয়া নিয়ম চালু
এবার চাকরিপ্রার্থীর খাতা বিকৃত করার অভিযোগ, পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনকে কড়া নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

Share this article
click me!