বঙ্গে শীতের খামখেয়ালি খেলা! নতুন বছরে বাড়ছে তাপমাত্রা, ফের নামবে কি পারদ?

Published : Jan 02, 2026, 07:00 AM IST

বছরের শেষে তীব্র শীতের পর, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রাজ্যে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। তবে এই স্বস্তি সাময়িক, কারণ আবহাওয়া দপ্তর জানাচ্ছে ৫ জানুয়ারির পর থেকে ফের পারদ নামতে পারে। এর ফলে রাজ্যের একাধিক জেলায় নতুন করে শৈত্য প্রবাহের সম্ভাবনা তৈরি হয়েছে।

PREV
16

প্রায় শেষ ১০ দিন আবহাওয়ার পরিবর্তন হয়েছে। হাড়কাঁপানো শীতে কাবু হয়েছিল সকলে। চলতি বছরে শীতের লম্বা স্পেলের সাক্ষী রয়েছে গোটা রাজ্য়। কিন্তু, নতুন বছর পড়তে না পড়তেই বদল হয়েছে আবহাওয়া।

26

বছরের শেষ কদিন ধরে জমিয়ে ব্যাটিং করেছে কনকনে শীত। রাজ্যের প্রায় সকল জেলাজুড়ে ছিল শীতের আমেজ। বছরের শেষে উত্তরের ঠান্ডাকে সমানে সমানে টেক্কা দিয়েছে পশ্চিমের জেলাগুলো। দার্জিলিং-র কাছাকাছি ঠান্ডা পড়েছিল বাঁকুড়াতে। দার্জিলিং-র সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতনে ৬.৫ ডিগ্রি।

36

তবে এবার পশ্চিমী ঝঞ্ঝায় বাধা দিচ্ছে উত্তুর হাওয়া। সূত্রের খবর, দক্ষিণবঙ্গে বইবে দক্ষিণা বাতাস। তাপমাত্রা বাড়বে আজ থেকে। আজ থেকে সর্বনিম্ন তাপমাত্রা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বাড়বে ২ ডিগ্রি করে। আজ সকাল থেকেই তাপমাত্রার বদল অনুভূত হচ্ছে সর্বত্র।

46

জানা গিয়েছে, ৫ জানুয়ারির পর বদল হবে তাপমাত্রা। রবিবার রাত থেকে নিম্নমুখী হতে পারে পারদ। সোমবার ৫ জানুয়ারি থেকে পরবর্তী সোমবার ১২ জানুয়ারি পর্যন্ত পশ্চিমবঙ্গে র সর্বত্র নতুন করে তৈরি হতে পারে শৈত্য বলয়। এর জেরে ৬ জেলা পড়বে শৈত্য প্রবাহের কবলে।

56

এদিকে আবহাওয়া দপ্তর বলছে, নতুন বছরের প্রথম দিন থেকেই মুড বদলেছে আবহাওয়ার। নতুন বছরের শুরুতেই তাপমাত্রা বাড়তে শুরু করেছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৩ ডিগ্রি। আর সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াস।

66

তবে বেশ কয়েক বছর পর এমন শীত দেখছে দক্ষিণবঙ্গ। স্বাভাবিকের চেয়ে অনেকটা নিচে তাপমাত্রা থাকলেও সেই খেলা ঘুরে যেতে শুরু করেছে। জানুয়ারির প্রথম দুই তিন দিনে তাপমাত্রা থাকবে ১৪-১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

Read more Photos on
click me!

Recommended Stories