মিড ডে মিলে সপ্তাহে আরও দুদিন গোটা ডিম পাতে পড়বে পড়ুয়াদের, সিদ্ধান্ত রাজ্যের

Published : Feb 15, 2025, 04:09 PM ISTUpdated : Feb 15, 2025, 04:15 PM IST
Mid day meal Yojana

সংক্ষিপ্ত

স্কুল পড়ুয়াদের মিড ডে মিলে সপ্তাহে একদিন করে গোটা ডিম দেওয়া হত এতদিন, এবার শিশুদের পুষ্টির কথা ভেবে আরও অতিরিক্ত দিন ডিম দেওয়া ভাবনা রাজ্য সরকারের। নির্দেশিকা দেওয়া হয়েছে বিভিন্ন জেলার জেলাশাসকদের পাশাপাশি মিড ডে মিলের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের। 

মিড ডে মিলে সপ্তাহে দুদিন গোটা ডিম পড়বে পড়ুয়াদের পাতে। এতদিন সপ্তাহে একদিন করে মিড ডে মিলে গোটা ডিম দেওয়া হত স্কুল পড়ুয়াদের। স্কুলের ছাত্র ছাত্রীদের অতিরিক্ত পুষ্টির কথা ভেবে এবার থেকে আরও একদিন রাজ্য সরকার খাবার পাতে ডিম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে । আর কথা জানার পর খুশিতে ডগমগ স্কুলের কচিকাঁচারা । মিড ডে মিলে চলতি বছরের মার্চ পর্যন্ত সপ্তাহে গোটা ডিম আরও দু-দিন পাতে দেওয়ার সিদ্ধান্ত রাজ্য সরকারের।

পড়ুয়াদের সাপ্লিমেন্টারি পুষ্টি হিসেবে রাজ্য সরকার এই অতিরিক্ত ডিম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পরিসংখ্যান করে দেখা গিয়েছে, প্রতিটি ডিমের দাম পড়বে ৮ টাকা। এই সুবিধা পাবে রাজ্যের ৮৫ লক্ষ ৯৩ হাজার ৭৮৩ জন পড়ুয়া । সপ্তাহে দু’দিন করে অতিরিক্ত গোটা ডিম পড়ুয়াদের খাওয়াতে খরচের পরিমান হবে ৭৫ কোটি ৬২ লক্ষ ৫৩ হাজার টাকা।

মিড ডে মিল কর্মসূচিতে বরাদ্দ অর্থের একটি অংশ খরচ না হওয়ায় রাজ্য সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে। সাপ্লিমেন্টারি পুষ্টির নামে সপ্তাহে দুদিন করে গোটা ডিম রান্না খাবারের সঙ্গে পাবে পড়ুয়ারা।স্কুল পড়ুয়াদের মিড ডে মিলে সপ্তাহে একদিন করে গোটা ডিম দেওয়া হত এতদিন, এবার শিশুদের পুষ্টির কথা ভেবে বাড়ল আরও অতিরিক্ত দিন ডিম দেওয়া ভাবনা।

এ ব্যাপারে নির্দেশিকা দেওয়া হয়েছে বিভিন্ন জেলার জেলাশাসকদের পাশাপাশি মিড ডে মিলের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের। সূত্রের খবর, ২০২৪-২৫ অর্থবর্ষের শেষের দিকে বরাদ্দ বৃদ্ধির পর ফান্ড অবশিষ্ট থাকায় তাকে যথাযথ ভাবে ব্যবহার করতেই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার । এই নির্দেশিকার কথা জেনে অনেকেই বলছেন, এটা খুবই ভালো উদ্যোগ রাজ্য সরকারের। এতে করে ছোট ছোট ছাত্র ছাত্রীদের শরীরে বাড়তি পুষ্টি মিলবে। এমনকি কিছুক্ষেত্রে পড়ুয়াদের স্কুলমুখী করতেও সাহায্য করবে এই উদ্যোগ। এই কথা শুনে পড়ুয়াদের অভিভাবকেরাও সাধুবাদ জানিছেন রাজ্য সরকারকে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।https://www.whatsapp.com/channel/0029Va9a73wK0IBjbT91jj2D

PREV
click me!

Recommended Stories

Humayun Kabir: বাবরি মসজিদ নিয়ে বড় পরিকল্পনার ইঙ্গিত দিলেন হুমায়ুন! দেখুন কী বলছেন
অবশেষে বাবরি মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন হুমায়ুনের, কী প্রতিক্রিয়া শুভেন্দুর?