
একেবারে সকলে চমকে দিয়ে অভিনব কায়দায় নিজের বিয়ে সারলেন হুগলির জনপ্রিয় ইউটিউবার । স্বাভাবিকভাবে বিয়ে করতে বর আসেন কোন ভালো মডেলের চারচাকা গাড়িতে। আভিজাত্য বজায় রাখতে গাড়িও সাজানো হয় দেখার মত করে। কেউ অবশ্য আরও একধাপ এগিয়ে ঘোড়ার গাড়ি কিংবা অন্য পদ্ধতি ভাবেন । তবে মাটি কাটার যন্ত্রে চেপে বিয়ে করতে গিয়ে একেবারে হইচই ফেলে দিয়েছেন এক জনপ্রিয় ইউটিউবার। ভালবাসার মরসুমে ভালোবাসার মানুষের গলায় মালা দিতে গেলেন এভাবেই গেলেন যুবক। হুগলি শহরে এমন দৃশ্য দেখে অনেকেই মজা পেলেন। আবার অনেকেই ব্যঙ্গ করে বললেন, কালে কালে আর কত দেখব। এই ঘটনার পর এই সোস্যাল মিডিয়ায় বেশ চর্চায় ইউটিউবার কুন্তল সাহা।
হুগলি জেলার খাদিনা মোড়ের বাসিন্দা কুন্তল সাহা একজন নামী ইউটিউবার। তিনি জীবনসঙ্গী করলেন বুনোকালীতলার পায়েল সাধুখাঁকে । পরিবার সূত্রে জানা যায়, প্রায় ৮ বছর আগে তাঁদের প্রথম আলাপ ভ্যালেন্টাইনস ডে-তে । সোস্যাল মিডিয়ায় রিচ বাড়াতে কত না ধরনের কন্টেন্ট বানাতে হয় ক্রিয়েটরদের। সেই রটি বাড়াতে গিয়ে অনেকেই নেতিবাচক বিষয় বেছে নেন, পরে তা নিয়ে বিতর্কও তৈরি হয়। তবে এক্ষেত্রে এই ক্রিয়েটর বিয়ের এই অভিনব ভাবনা আরও জনপ্রিয় হওয়ার জন্য কিনা, তা অবশ্য জানা যায়নি।
ভ্যালেন্টাইন ডে-র আগের দিন বিয়ে করতে গিয়ে এখন ভাইরাল ইউটিউবার। ছবিতে দেখা যায়, মাটি কাটার যন্ত্রের সামনে বসে রয়েছে বর বেশে কুন্তল। সঙ্গে বরযাত্রী সহ ব্যান্ড পার্টি। রাস্তার মধ্যে এই দৃশ্য দেখে দাঁড়িয়ে পড়েন পথচলতি মানুষেরা । খাদিনা মোড় থেকে চুঁচুড়ার রাস্তায় এই ঘটানার সাক্ষী থাকতে ভিড় জমে যায়। এই ছবি দেখে কত মানুষের তখন কত আলোচনা।
বিষয়টি নিয়ে গুরুত্ব না দিয়ে ইউটিউবার বললেন, সবাই তো সমান হয় না। এণনভাবে বিয়ে করায় পরিবার ও বন্ধু বান্ধব আনন্দ পেযেছে এটাই অনেক। বিয়ে তো একবার, সেটাকে তো মনে রাখার মত কিছু একটা করতে হবে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।