
প্রেমিকার বাড়ির সামনে ধর্নায় বসল প্রেমিক। স্থানীয় সূত্রে জানা যায়, ওই যুবক শিলিগুড়ির শান্তিনগরের বাসিন্দা। প্রেমিকের দাবি, দীর্ঘ চার বছর ধরে ভালোবাসার সম্পর্ক রয়েছে ডাবগ্রাম এলাকার এক যুবতীর সঙ্গে। তাদের এই সম্পর্কের সূত্রপাত সোস্যাল মিডিয়া থেকে। পরিচয়ের পর থেকেই সব ঠিকটাক চলছিল । কর্মসূত্রে তাকে যেতে হয়েছিল ওড়িষ্যায় । সম্পর্কে ফাটল ধরে তারপর থেকেই। স্পর্কে অবনতি আঁচ পেয়ে যুবক চিন্তিত হয়ে পড়েন। একসময় যোগাযোগ বন্ধ করে দেয় প্রেমিকা। এতে করে সে আরও মানসিক অবসাদে চলে যান। এমনকি চরম পদক্ষেপ করতেও চেয়েছিলেন তিনি।
সম্পর্ক ভেঙে যাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েছেন যুবক। চেষ্টা করেও প্রেমিকার সঙ্গে যোগাযোগ করতে না পেরে বৃহস্পতিবার সকালে প্ল্যাকার্ড নিয়ে প্রেমিকার বাড়ির সামনে ধরনায় বসেন তিনি। এই খবর এলাকায় ছড়িয়ে পড়তেই এলাকায় শোরগোল পড়ে যায়। ভিড় বাড়তে থাকে উৎসুকদের। অনেকেই চেষ্টা করলেন যুবককে ধর্নার পথ থেকে ফেরাতে । কিন্তু ওই প্রেমিক নিজের দাবিতে অনঢ় ছিলেন। বিষয়টি নিয়ে এলাকার মানুষ নিজেদের মধ্যে আলোচনা শুরু করেন। কেউ কেউ যুক্তি দেন, দুপক্ষকে নিয়ে বৈঠক করে একটা সমাধানে আসার । কিন্তু নানা মতামত তৈরি হওয়াতে কোন মতামত সফলতা পায় নি। একমাত্র পুলিশের উপস্থিতিতে সব সমস্যার সমাধান ঘটে। খবর পেয়ে শিলিগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ গিয়ে যুবককে বুঝিয়ে বলতেই ধর্না তুলে নেন সে।
অন্যদিকে, তরুণীর পরিবার জানিয়েছে, ওই যুবক কোনভাবেই আমাদের মেয়ের উপযুক্ত নয়। সেটা সময়মতো বুঝতে পেরে সম্পর্ক থেকে বেরিয়ে এসেছে। সত্যি কথা হল কোন সম্পর্ক বল প্রয়োগ করে টিকিয়ে রাখা যায় না। তারা জানান, মেয়ে সিদ্ধান্তকে তাদের সমর্থন রয়েছে। এই ঘটনা নিয়ে কোন প্রতিক্রিয়া মেলেনি তরুণীর কাছ থেকে।প্রেমের দাবিতে প্রেমিকার বাড়ির সামনে প্রেমিকের ধর্না দেওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।