
এলাকার মহিলার সঙ্গে অসভ্যতা করার অভিযোগ উঠল এক প্রাক্তন পুলিশ কর্মীর বিরুদ্ধে। অভিযোগ, ওই ব্যক্তি দিনের পর দিন এলাকার মহিলাদের কুপ্রস্তাব দিয়ে আসছে। সহ্যের সীমা ছাড়াতেই মহিলারা একজোট হয়ে চড়াও হয় ওই প্রাক্তন পুলিশ কর্মীর বাড়িতে। বাড়ি ভাঙচুরের পাশাপাশি ওই প্রাক্তন পুলিশ কর্মীর ভাইকে বেধড়ক মারধর করেন মহিলারা। খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে শান্তিপুর থানার পুলিশ।
বর্তমানে মহিলাদের ওপর হেনস্থার ছবিটা খুবই ধরা পড়ছে। এবার যে ঘটনার কথা শোনা যাচ্ছে তাতে রীতিমত শিউরে উঠতে হয়। নদিয়ার শান্তিপুর থানার পৌর এলাকার মহিলাদের কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠছে এক প্রাক্তন পুলিশ কর্মীর বিরুদ্ধে। অভিযোগ , ওই ব্যক্তি সুযোগ পেলেই এলাকার মহিলাদের কুপ্রস্তাব দিতেন । এমনকি ওই প্রাক্তন পুলিশ কর্মী মিথ্যে মামলার ভয় দেখিয়ে পুলিশের প্রভাব খাটিয়ে এলাকার মানুষের সঙ্গে দুর্ব্যবহার করতেন। দিনের পর দিন এমন ঘটনা চলতে থাকায় ক্ষিপ্ত হয়ে ওঠেন মহিলারা। একরাশ ক্ষোভ উগরে দিয়ে তারা প্রাক্তন ওই পুলিশ কর্মীর বাড়ি ভাঙচুর করেন। রাগের বশে ওই পুলিশ কর্মীর ভাইকেও বেধড়ক মারধর করেন মহিলারা। নদিয়ার শান্তিপুর পৌরসভার ২৪ নং ওয়ার্ডের রামনগর চর পুরাতন মাহাতো পাড়ার বাসিন্দারা এদিন একরাশ ক্ষোভ উগরে দিলেন এলাকার ওই প্রাক্তন পুলিশ কর্মীর উপর।
এলাকাবাসীর অভিযোগ, একবছর আগে এই প্রাক্তন পুলিশ কর্মী এখানে বাড়ি করে বসবাস করছেন। নানা অছিলায় এলাকার মানুষের সঙ্গে তিনি বাগবিতন্ডায় জড়িয়ে পড়ছেন। দুর্ব্যবহারের পাশাপাশি কাউকে অপন্দ হলেই মিথ্যে মামলায় জড়িয়ে দেওয়ার ভয় দেখাতেন । এলাকায় প্রভাবশালী তকমা তৈরি করতে হয়ত এমনটা করেন তিনি, এমনটাই অনুমান করছেন স্থানীয়রা।
এই ঘটনায় অতিষ্ট হয়ে এদিন রনমুর্তি ধরেন এলাকার মহিলারা। হাতে লাঠি, ঝাঁটা নিয়ে বেরিয়ে পড়েন তারা । ওই পুলিশ কর্মীর বাড়িতেও ভাঙচুর করেন তারা। সামনে ওই প্রাক্তন পুলিশ কর্মীর ভাইকে পেয়ে মারধরও করা হয়। ঘটনার কথা জানতে পেরে ছুটে আসে শান্তিপুর থানার পুলিশ। এলাকার বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে প্রাক্তন পুলিশকর্মীর বাড়ির চার সদস্যকে আটক করা হয়। তবে ওই প্রাক্তন পুলিশ কর্মীর পরিবার থেকে দাবি করা হয়, তাদের নামে মিথ্যে অভিযোগ তুলে ফাঁসানো হচ্ছে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।https://www.whatsapp.com/channel/0029Va9a73wK0IBjbT91jj2D