West Bengal Weather: মঙ্গলবারে রাজ্য জুড়ে হতে পারে স্বস্তির বৃষ্টিপাত! বইতে পারে ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড়ও

Published : May 13, 2025, 11:09 AM IST
Heavy Rain alert

সংক্ষিপ্ত

আন্দামানে বর্ষা প্রবেশের পাশাপাশি পশ্চিমবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা, তবে আগামী সপ্তাহে তাপমাত্রা কমতে পারে।

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে মঙ্গলবারই বর্ষা প্রবেশ করতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এর পাশাপাশি, পশ্চিমবঙ্গেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজ্যের বেশ কিছু জেলায় বিকেলের দিকে বৃষ্টি হতে পারে, সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।

তবে দক্ষিণবঙ্গের চারটি জেলায় মঙ্গলবারও তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে। আশার কথা, আগামী সপ্তাহ থেকে ধীরে ধীরে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।

গত সপ্তাহ থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই গরমের প্রকোপ আবার বাড়তে শুরু করেছে। আবহাওয়া দফতরের মতে, শুষ্ক পশ্চিমী হাওয়া এবং উত্তর-পশ্চিম দিক থেকে আসা গরম বাতাসের প্রভাবে রাজ্যে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে।

সোমবার দমদম, সল্টলেক-সহ বিভিন্ন এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে গিয়েছিল। তবে রাতের দিকে কিছু জায়গায় সামান্য ঝড়বৃষ্টি হওয়ায় মঙ্গলবার সকালে গরম কিছুটা কম অনুভূত হয়েছে।

মঙ্গলবারও দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম, নদিয়া এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও জানিয়েছে হাওয়া অফিস।

মঙ্গলবার পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং পুরুলিয়ায় তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। দক্ষিণবঙ্গ জুড়ে সারা সপ্তাহ জুড়েই এই ধরনের আবহাওয়ার ধারা বজায় থাকতে পারে। অর্থাৎ, তাপপ্রবাহের পাশাপাশি কোথাও কোথাও ঝড়বৃষ্টিও হতে পারে।

তবে বৃষ্টি হলেও আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে দিনের তাপমাত্রায় তেমন কোনও বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, তার পরবর্তী দু’তিন দিনের মধ্যে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী চার দিন ধরে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কিছু এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টি (৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত) হতে পারে। দার্জিলিং ও কালিম্পঙেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। অন্য দিকে, মালদহ এবং দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

PREV
click me!

Recommended Stories

ছুটির দিনে মহানগরের পারদ পতন, শীতে জবুথবু কলকাতায় আর কতটা নামল তাপমাত্রা?
Samik Bhattacharya: ‘SIR বন্ধ করে দিন তবুও ২০২৬-এ তৃণমূল হারবে!’ চ্যালেঞ্জ শমীকের