কেন এই সূচক মেনে DA দেওয়া হয় না? সুপ্রিম কোর্টে মহার্ঘ ভাতা মামলায় লিখিত রিপোর্ট রাজ্যের

Published : Sep 22, 2025, 01:13 PM IST

DA Case: সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ডিএ মামলায় লিখিত রিপোর্ট দিল রাজ্য সরকার। রাজ্যের আইনজীবী কপিল সিবাল লিখিত রিপোর্ট দেন। পাল্টা রিপোর্ট দেবেন রাজ্যের সরকারি কর্মীদের একাংশের আইনজীবী। 

PREV
15
ডিএ মামলা

সুপ্রিম কোর্টে গত ৮ সেপ্টেম্বর ডিএ বা রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা মামলার শুনানি শেষ হয়েছে। কিন্তু রায়দান স্থগিত রেখেছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি পিকে মিশ্রের বেঞ্চে হচ্ছিল ডিএ মামলার শুনানি। সুপ্রিম কোর্টের নির্দেশ দিয়েছিল রাজ্যকে লিখিত বক্তব্য জমা দিতে হবে।

25
রাজ্যের লিখিত বক্তব্য

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই রাজ্য সরকারেরপক্ষ থেকে সোমবার সুপ্রিম কোর্টে লিখিত বক্তব্য জমা দেওয়া হয়েছে। রাজ্য সরকারের আইনজীবী কপিল সিবাল লিখিত বক্তব্য জমা দেন।

35
রাজ্যের বক্তব্য

রাজ্যের আইনজীবী কপিল সিবাল জানিয়েছেন, শুনানিতে আদালত জানতে চেয়েছিল কোন কোন রাজ্যে ভোক্তা মূল্য সূচক বা সিপিআই বা কনজ্যুমারপ্রাইস ইনডেক্ট মেনে ডিএ দেওয়া হয় না। লিখিত বক্তব্যে তারই উত্তর দিয়েছে রাজ্য। রাজ্যের পক্ষ থেকে বলা হয়েছে প্রায় ১০টি রাজ্য এই সূচক মেনে ডিএ দেয় না।

45
পাল্টা সওয়াল সরকারি কর্মীদের আইনজীবীদের

রাজ্যের আইনজীবীর পাল্টা বক্তব্য জমা দিতে চান বলে সওয়াল করেন রাজ্যের সরকারি কর্মীদের একাংশের আইনজীবী করুণা নন্দী। বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি বিপুল মনুভাই পাঞ্চোলির বেঞ্চ জানিয়েছে, এরজন্য আগেই একসপ্তাহ সময় বরাদ্দ করেছিল আদালত। এই সময়ের মধ্যেই পাল্টা বক্তব্য় জমা দিতে পারেন মামলাকারী সরকারি কর্মীদের আইনজীবীরা।

55
রায়দান কবে?

DA মামলার শুনানি শেষ হলেও এখনও পর্যন্ত রায়দান স্থগিত রেখেছে সুপ্রিম কোর্ট। প্রথমে রাজ্য়কে ডিএ মামলার লিখিত রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছিল। তারপর সেই রিপোর্টের ভিত্তিতে রাজ্যের সরকারি কর্মীদের এক সপ্তাহের মধ্যেই লিখিত রিপোর্ট জমা দিতে হবে। তারপরই চূড়ান্ত রায় ঘোষণা করা হবে বলে জানিয়েছিল। ওয়াকিবহাল মহলের ধারনা দুর্গাপুজোর পরই ঘোষণা করা হতে পারে ডিএ মামলার রায়।

Read more Photos on
click me!

Recommended Stories