ভারত আবহাওয়া দফতরের আঞ্চলিক কেন্দ্র প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে যে, উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ থেকেই জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং ও কালিম্পং জেলায় একাধিক স্থানে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে।
25
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে আজ ও আগামীকাল একাধিক জেলায় বজ্রঝড়সহ বৃষ্টি হতে পারে। বিশেষত দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও মুর্শিদাবাদ জেলায় দমকা হাওয়া (৩০-৪০ কিমি/ঘণ্টা) এবং বজ্রপাতের সতর্কতা জারি করাউত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে। পাশাপাশি জলাবদ্ধতা ও রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দক্ষিণবঙ্গে বজ্রপাত এড়াতে খোলা মাঠ, গাছের নিচে বা বৈদ্যুতিক খুঁটির কাছাকাছি আশ্রয় না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। হয়েছে।
35
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে। পাশাপাশি জলাবদ্ধতা ও রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দক্ষিণবঙ্গে বজ্রপাত এড়াতে খোলা মাঠ, গাছের নিচে বা বৈদ্যুতিক খুঁটির কাছাকাছি আশ্রয় না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
কলকাতায় আজ ও আগামীকাল আকাশ মেঘলা থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বলে পূর্বাভাস।
55
আবহাওয়া দফতরের সতর্ক বার্তা
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে যে, মৎস্যজীবীদের জন্য পশ্চিমবঙ্গ উপকূলে আপাতত কোনও নিষেধাজ্ঞা নেই। তবে ১২ থেকে ১৩ অগাস্ট দক্ষিণ ওড়িশা উপকূলে সমুদ্র উত্তাল থাকতে পারে।