- Home
- India News
- মানবাধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা, রাষ্ট্রপুঞ্জে মানবাধিকার কাউন্সিলের সদস্য নির্বাচিত ভারত
মানবাধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা, রাষ্ট্রপুঞ্জে মানবাধিকার কাউন্সিলের সদস্য নির্বাচিত ভারত
UN Human Rights Council India: রাষ্টপুঞ্জের মানবাধিকার কমিশনে সপ্তমবারের জন্য নির্বাচিত হল ভারত। মানবাধিকার কমিশনের কাজ কী? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার পরিষদে নির্বাচিত ভারত
রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার পরিষদে (UNHRC) সপ্তমবারের জন্য নির্বাচিত হল ভারত। ২০২৬-২৮ মেয়াদের জন্য নির্বাচিত হয়েছে ভারত। রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার পরিষদে ফের সদস্য পদ লাভ করল ভারত। জাতিসংঘের এই গুরুত্বপূর্ণ সংস্থায় নির্বাচিত হওয়ার ফলে বিশ্ব মঞ্চে মানবাধিকার রক্ষা ও প্রচারে ভারতের ভূমিকা আরও একবার সুনিশ্চিত হলো।
ভারতের জয়
মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল ঘোষণা করে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল (UNHRC) তাদের এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছে যে ভারতের তিন বছরের মেয়াদ ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে সপ্তমবারের জন্য ফের সদস্য পদ লাভ করল।
ভারত সপ্তমবারের মতো মানবাধিকার পরিষদে নির্বাচিত
ভারত ২০২৬-২৮ মেয়াদের জন্য জাতিসংঘের মানবাধিকার পরিষদে সপ্তমবারের মতো নির্বাচিত হয়েছে। এই বিষয়ে ভারতীয় কূটনীতিক পর্বতনেনি হরিশ জানিয়েছেন যে, এই নির্বাচন মানবাধিকার এবং মৌলিক স্বাধীনতার প্রতি ভারতের অবিচল অঙ্গীকারেরই প্রতিফলন। মানবাধিকার রক্ষায় আমরা আরও ভালো কাজ করার চেষ্টা করব বলেও জানিয়েছেন তিনি।
মানবাধিকার পরিষদে ভারতের ভূমিকা
জাতিসংঘ মানবাধিকার পরিষদ (UNHRC)-এ ভারত তার দীর্ঘস্থায়ী সদস্যপদ বজায় রেখেছে। ২০০৬ সালে পরিষদটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ভারত প্রায় অবিচ্ছিন্নভাবে এর সদস্য ছিল, শুধুমাত্র তিনটি বাধ্যতামূলক বিরতি—২০১১, ২০১৮, এবং ২০২৫ সালে—বাদ দিয়ে। ফের সপ্তমবারের জন্য নির্বাচিত হল ভারত।
ভারতের সাফল্যের হার
পরিষদের প্রথম নির্বাচন ২০০৬ সালে অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে ভারত সর্বাধিক ভোট পেয়ে নির্বাচিত হয়, যা দেশের জন্য একটি উল্লেখযোগ্য কূটনৈতিক সাফল্য। মোট ১৯০টি ভোটের মধ্যে ভারত একাই ১৭৩টি ভোট পেয়েছিল।

