TMC: অবশেষে মুখোমুখি কেষ্ট-কাজল, আধ ঘণ্টার বৈঠকের পর কী বললেন অনুব্রত মণ্ডল

সম্প্রতি তিহার জেল থেকে বীরভূমে ফিরেছেন অনুব্রত মণ্ডল। সঙ্গে ফিরেছেন তাঁর মেয়ে সুকন্যাও। অনুব্রত ফেরার পর থেকেই তাঁর বাড়ি ফেরার পর থেকেই তাঁর বাড়িতে ছোটবড় তৃণমূল নেতার ভিড় ছিল।

 

অবশেষে মুখোমুখি দেখা হল কাজল-কেষ্টর। বীরভূমের যুযুধান দুই তৃণমূল কংগ্রেস নেতা। যদিও প্রকাশ্যে তারা একে অপরের সমালোচনা করেন না। কিন্তু বীরভূমের লালমাটি জানে যাদের পারস্পরিক বিবাদ। শনিবার বিকেলে বোলপুরের তৃণমূল কংগ্রেস কার্যালয়- অনুব্রত মণ্ডলের খাস তালুকেই তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কাজল শেখ। আধ ঘণ্টা তাদের কথাবার্তা হয়। কিন্তু কী কথা হল -তাই নিয়ে জেলার রাজনীতিতে জল্পনা তুঙ্গে।

সম্প্রতি তিহার জেল থেকে বীরভূমে ফিরেছেন অনুব্রত মণ্ডল। সঙ্গে ফিরেছেন তাঁর মেয়ে সুকন্যাও। অনুব্রত ফেরার পর থেকেই তাঁর বাড়ি ফেরার পর থেকেই তাঁর বাড়িতে ছোটবড় তৃণমূল নেতার ভিড় ছিল। তৃণমূলের কার্যালয়েও অনেকে তাঁর সঙ্গে দেখা করতে গেছেন। এই অবস্থায় শনিবার অনুব্রতর কাছে গেলেন বীরভূমের জেলা সভাধিপতি কাজল শেখ। যাওয়ার আগেই তিনি সাংবাদিকদের জানিয়েছিলেন, 'দাদার সঙ্গে দেখা করতে এসেছি।' যেদিন অনুব্রত ফেরেন সেদিন তিনি বলেন, দাদার সঙ্গে ভাই যাবে দেখা করতে তাতে ঢাক ঢোল বাজানোর কিছু নেই। তৃণমূল সূত্রের খবর প্রায় আধ ঘণ্টা তাদের কথা হয়। কিন্তু কী কথা। বৈঠক শেষে দুজনের মুখেই ছিল হাসি। কিন্তু কেউ কিছু বলেননি। তৃণমূল সূত্রের খবর তাঁদের মধ্যে রাজনীতি নিয়ে আলোচনা হয়নি। স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতাদের কথায় অনুব্রতর শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে এসেছিলেন। অনুব্রতর শারীরিক অবস্থা নিয়ে কাজল শেখ উদ্বেগ প্রকাশ করেছে বলেও জানান স্থানীয় নেতারা। স্থানীয় এক তৃণমূল নেতার কথায় এবার অনুব্রতর বাড়ির কালীপুজো ভাল করে হবে বলেও জানিয়েছেন তিনি।

Latest Videos

কাজল শেখ জানিয়েছেন, অনুব্রতর শারীরিক অবস্থা ভাল নয়। আগামিকাল, রবিবার তিনি কলকাতা যাবেন। তবে রাজনীতি প্রসঙ্গে কাজল শেখ বলেছেন, 'অনুব্রত আমাদের সভাপতি পদে রয়েছেন। আগামী দিনে আমাদের একসঙ্গে কাজ করতে দেখা যাবে। তাড়াতাড়ি কোরকমিটির বৈঠক ডাকা হবে। সেখানে সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন অনুব্রত মণ্ডল। '

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'ওই দুটো মশা-মাছি! রাজীব কুমারকে ঘোল খাইয়ে ওর মা মমতাকে হারিয়েছি' | Suvendu Adhikari | Bangla News
১ লাখ ২০ তে ঘর হয় না, BJP এলে ৩ লাখের ঘর দেবে : শুভেন্দু | Suvendu Adhikari #shorts #bjp
ভাড়াটিয়ার দাপটে জমি দখল! পথে বসেই অসহায় মা ছেলের প্রতিবাদ | Siliguri News Today
‘কোথায় আছিস Pakistan-এর বাচ্চা, সাহস থাকলে সামনে আয়!’ গর্জে উঠলেন Suvendu Adhikari
Mid Day Meal-এর গরম গরম ফুলকপির ঝোল আর ভাত খেয়ে কি বললেন রচনা! দেখুন ভিডিও | Rachna Banerjee