'এই নয় যে আমরা হনুলুলু থেকে উঠে এসেছি,' জুনিয়র ডাক্তারদের অনশন নিয়ে হুঁশিয়ারি মদনের

গরমাগরম বক্তব্যের জন্য বিখ্যাত তৃণমূল নেতা মদন মিত্র। তিনি মুখ খুললেই বিতর্ক বা হাসির খোরাক হয়। জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়েও এবার মন্তব্য করলেন মদন।

Soumya Gangully | Published : Oct 8, 2024 2:16 AM IST / Updated: Oct 08 2024, 08:28 AM IST

ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের আমরণ অনশনের তীব্র বিরোধিতা করলেন তৃণমূল নেতা মদন মিত্র। তিনি জুনিয়র ডাক্তারদের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, 'চিকিৎসকরা এখন এসবের ফায়দা তুলছে। ওদের আধার কার্ড থাকলে, আমারও আধার কার্ড আছে। ওদের যেমন ডিগ্রি আছে আমারও আছে। ওদের যেমন ডাক্তার বলে বাজারে চলতি আছে, আমাদেরও আছে। আমাদেরও মানুষ নমস্কার করে। এই নয় যে আমরা হনুলুলু থেকে উঠে এসেছি।' প্রায় ২ মাস ধরে আর জি কর মেডিক্যাল কলেজের ঘটনা নিয়ে আন্দোলন চললেও, এতদিন এই আন্দোলন নিয়ে মদনের কোনও বক্তব্য শোনা যায়নি। দুর্গাপুজোর সময় এই আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন শাসক দলের এই নেতা।

জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে আক্রমণ মদনের

Latest Videos

পঞ্চমীর দিন কলকাতায় জুনিয়র ডাক্তারদের একাধিক কর্মসূচি আছে। তার বিরোধিতা করে মদন বলেছেন, 'জুনিয়র চিকিৎসকরা বলছেন পুজোর আগে পঞ্চমীতে মহামিছিল করবেন। এটা ভাবছেন না যে এই মিছিলের ফলে অ্যাম্বুল্যান্স যেতে পারবে না, ট্র্যাফিক জ্যামে হাজার হাজার রোগী-পরিজনরা অসহায় অবস্থায় পড়তে পারেন। এখন চিকিৎসকরাই যদি স্ট্রাইক করেন, তাতে সমস্যা বাড়বে। চিকিৎসকরা বিচার চেয়ে লড়াই করছেন। বিচার আমরাও চাই। মুখ্যমন্ত্রী বারবার আবেদন করেছেন। কিন্তু সবকিছুরই একটা সীমা থাকা দরকার। দুর্গাপুজোয় দুর্গা মাকে অস্বীকার করে মানবতার পুজো করা যায় না। বিচারের জন্য অপেক্ষা করতে হবে। ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীকে ধরা হয়েছিল। আমি এই অনশনের বিরোধিতা করছি।'

আন্দোলনে অনড় জুনিয়র ডাক্তাররা

শাসক দল, পুলিশ-প্রশাসন চাপ তৈরি করলেও, জুনিয়র ডাক্তাররা আন্দোলন চালিয়ে যেতে বদ্ধপরিকর। মঙ্গলবার কলেজ স্কোয়্যার থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিল হচ্ছে। দুর্গাপুজোর সময়ও চলবে আন্দোলন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

'আমাদের সদিচ্ছা স্পষ্ট, মানুষকে পরিষেবা দিন,' জুনিয়র ডাক্তারদের বার্তা মুখ্যসচিবের

জুনিয়র ডাক্তারদের অনশন মঞ্চে চৌকি আনা নিয়ে অশান্তি, বউবাজার থানার সামনে বিক্ষোভ

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

ধর্মতলা থেকে কলেজে স্কোয়ার পর্যন্ত মহামিছিল! প্রতীকী অনশনের ডাক জুনিয়র ডাক্তারদের! | RG Kar Protest
বুড়ো বয়সে টুনটুনির দোষ! কড়া সাজা দিলো কোর্ট, দেখুন | Jalpaiguri | Bangla News | Asianet News Bangla
আহা রে! কতই না টানা-হিঁচড়ে হল! ময়নাতদন্ত শেষে গ্রামের বাড়ির পথে ছোট্ট উমা | Jaynagar Update |
'বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে', এশিয়ানেট নিউজ বাংলার মুখোমুখি হয়ে জানালেন Minakshi Mukherjee
Durag Puja 2024: থিম ভাত-কাপড়, নারী সম্মানে অভিনব ভাবনা ক্যানিং হাইস্কুল পাড়া দুর্গা উৎসবে