ফুটবল মাঠে রেফারিকে লাথি শাসক নেতার ভাইপোর, ভিডিও শেয়ার করে কড়া ব্যবস্থার দাবি শুভেন্দুর

Published : Aug 16, 2025, 05:25 PM IST
BJP Sukanta Samik was not with Suvendu Adhikari during  Navanna abhijan

সংক্ষিপ্ত

West Bengal News: রাজ্যের বিভিন্ন প্রান্তে শাসক দলের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে বেপরোয়া মনোভাব, অন্যায় আচরণ, অপরাধমূলক কাজকর্মের অভিযোগ উঠেছে। এবার মেদিনীপুরে তেমনই এক অভিযোগ উঠেছে। এই ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে।

DID YOU KNOW ?
শাসক দলের বিরুদ্ধে অভিযোগ
রাজ্যের বিভিন্ন প্রান্তে নানা ঘটনায় শাসক দলের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এবার মেদিনীপুরে মারাত্মক অভিযোগ উঠল।

Suvendu Adhikari: শাসক দলের নেতার ভাইপোর বিরুদ্ধে ফুটবল মাঠে ঢুকে গুণ্ডামির অভিযোগ। সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ভিডিও শেয়ার করে মারাত্মক অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তিনি লিখেছেন, ‘ফুটবল মাঠে ফুটবলের বদলে রেফারিকে লাথি! পুলিশ প্রশাসনের প্রশ্রয়ে হৃষ্টপুষ্ট বলিষ্ঠ তৃণমূলী সমাজবিরোধী গুণ্ডাদের কীর্তি দেখুন। খেলার মাঠের বিতর্কে রেফারিকে সর্বসমক্ষে লাথি মারছে মেদিনীপুর পৌরসভার তৃণমূলের চেয়ারম্যান সৌমেন খানের ভাইপো রাজা খান। যাকে মারছে তিনি হলেন শ্রী লক্ষণ মান্ডি, খড়্গপুর সাব ডিভিশন রেফারি অ্যাসোসিয়েশনের সম্মানীয় সদস্য হওয়ার পাশাপাশি পেশায় স্কুল শিক্ষক। তিনি তফসিলি উপজাতি সম্প্রদায়ের সদস্য ও বটে।’ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও। অনেকেই এই ভিডিও দেখে শাসক নেতার ভাইপোর আচরণের নিন্দা করছেন।

কড়া ব্যবস্থার দাবি শুভেন্দুর

এই ঘটনা প্রসঙ্গে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বিরোধী দলনেতা আরও লিখেছেন, ‘আমি পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারকে অনুরোধ করব, তপশিলী জাতি ও উপজাতি (অত্যাচার প্রতিরোধ) আইন, ১৯৮৯ ও ভারতীয় ন্যায় সংহিতার উপযুক্ত ধারা অনুযায়ী আইনি ব্যবস্থা গ্রহণ করতে। নচেৎ শ্রী লক্ষণ মান্ডিকে সুবিচার পাওয়াতে ওনাকে সবরকম সহায়তা করব। আসলে তৃণমূলের সংস্কৃতি হল রেফারিকে কুরুচিকর আক্রমণ শানানো। তা ভোটের ময়দানের ক্ষেত্রে রেফারির ভূমিকায় থাকা জাতীয় নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণই হোক অথবা স্থানীয় ফুটবল প্রতিযোগিতার ময়দানে এই পুঁচকে-পাঁচকা তৃণমূলী রাজা খান হোক।’

 

 

ঠিক কী হয়েছিল?

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার মেদিনীপুর শহরের চার্চ স্কুলের মাঠে ছোটদের ফুটবল ম্যাচ চলছিল। নিজের দল গোল হজম করতেই মাঠে ঢুকে রেফারিকে লাথি মারেন রাজা। তিনি জোর করে গোল বাতিল করান। রাজার বাবা হিমাদ্রি খানও শাসক দলের নেতা। তিনি তৃণমূল কংগ্রেসের জেলা সহ-সভাপতি। তবে শাসক দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই ঘটনার সঙ্গে দলের যোগ নেই। রাজা দলের কেউ নন। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২০২৬
২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে উত্তাপ বাড়ছে
আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগে শাসক দলের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
Read more Articles on
click me!

Recommended Stories

Samik Bhattacharya: ‘SIR বন্ধ করে দিন তবুও ২০২৬-এ তৃণমূল হারবে!’ চ্যালেঞ্জ শমীকের
এই বাংলাতেই কেন বাবরি মসজিদ? তৃণমূলের গভীর 'গেম প্ল্যান'? কী বললেন শুভেন্দু, অধীর, সুজন, শুভঙ্কর?