সোমবার থেকে শুরু হচ্ছে রাজ্যের বাজেট অধিবেশন। বাজেট পেশ হবে আগামী বুধবার। কিন্তু তার আগেই লক্ষ্ণীর ভাণ্ডার নিয়ে জল্পনা তুঙ্গে।
210
লক্ষ্মীর ভাণ্ডার
রাজ্যের সবথেকে জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি হল লক্ষ্মীর ভাণ্ডার। এই প্রকল্পের মাধ্যের রাজ্যের মহিলাদের মাসিক অনুদান দিয়ে থাকে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকার।
310
বর্তমানে অনুদান
বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে রাজ্যের মহিলাদের মাসে ১০০০ টাকা ও আর তফশিলি জাতি ও উপজাতির মহিলাদের মাসে ১২০০ টাকা করে দেওয়া হয়।
410
অনুদান বাড়বে?
আগামী বছর ভোট। তার আগে এই প্রকল্পে অনুদান বাড়াতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তেমনই জল্পনা তুঙ্গে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও তেমনই দাবি করেছেন।
উদয়ন গুহ বলেন, এবার থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সাধারণ মহিলাদের টাকা ১০০০ থেকে বাড়িয়ে ১৫০০ হাজার করা হবে। আর তফশিলি জাতি ও উপজাতির মহিলাদের অনুদান ১২০০ টাকা থেকে বাড়িয়ে ২০০০ টাকা করা হবে।
710
টাকা বাড়ছে
রাজ্য সরকার যদি এই হারে টাকা বাড়ায় তাহলে সাধারণ মহিলাদের ক্ষেত্রে ৫০০ আর পিছিয়েপড়াদের ক্ষেত্রে ৮০০ টাকা অনুদান বৃদ্ধি করা হবে।
810
নবান্ন চুপ
যদিও এখনও পর্যন্ত নবান্ন বা মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডারের অনুদানের বিষয়ে কিছুই ঘোষণা করেননি।
910
উদয়ন গুহ বলেছেন
উদয়ন গুহ বলেছেন, '৫০০ টাকা থেকে যেই লক্ষীর ভান্ডার ১০০০টাকা হয়েছে এবং ১০০০ থেকে বেড়ে যেটা ১২০০ টাকা হয়েছে, সেটা বাড়তে আর বেশি দিন সময় লাগবে না। লক্ষ্মীর ভান্ডারের ১০০০টাকা বেড়ে ১৫০০ টাকা এবং ১২০০টাকা বেড়ে ২০০০ টাকা হবে। সব আপনাদের জন্য হবে। মায়েদের আঁচলে যেন টাকাটা যায়।'
1010
মমতা সম্পর্কে উদয়ন বার্তা
মন্ত্রী হিসেবে নয়। কোনও নেতা হিসেবে নয়। একজন সাধারণ তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে আমি মমতা ব্যানার্জিকে চিনি এবং জানি। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি মমতা ব্যানার্জি চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন।