অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে হারের বদলা নিতে হবে ছাব্বিশে, দেবাংশুর কান্না থামিয়ে বললেন মমতা

Published : Jul 21, 2024, 05:15 PM ISTUpdated : Jul 21, 2024, 05:16 PM IST
TMC looser candidate from Tamluk Debangshu Bhattacharya met Mamata Banerjee bsm

সংক্ষিপ্ত

দেবাংশু আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকারের কিছু ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে দেবাংশু ভট্টাচার্য ছুট্টে এসে মমতার পা ধরে বসে পড়েন।  

২১ জুলাইয়ের প্রাক্কালে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে দেখা হল তৃণমূল কংগ্রেসের আইটি সেলের নেতা দেবাংশু ভট্টাচার্যের। লোকসভা নির্বাচনে তমলুক আসনে বিজেপির অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে হেরে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের দেবাংশু। ২১ জুলাইয়ের অনুষ্ঠানের আগে তমলুক লোকসভা নির্বাচনের প্রসঙ্গ উঠতেই কান্নায় ভেঙে পড়েন দেবাংশু। তৃণমূল সূত্রের খবর , তাঁর কথাও নাকি আটকে গিয়েছিল।

দেবাংশু আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকারের কিছু ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে দেবাংশু ভট্টাচার্য ছুট্টে এসে মমতার পা ধরে বসে পড়েন। সেখানেই বসে কথা বলেন। মমতাকেও তাঁর মাথায় দুই একবার হাত রাখতে দেখা যায়। মমতা হালকা ছলেই তাঁর সঙ্গে কথা বলেছিলেন।

তৃণমূল সূত্রের খবর, ২১ জুলাইয়ের অনুষ্ঠানের আগেই মমতার সঙ্গে দেখা হয় তমলুকের পরাজিত পার্থী দেবাংশুর। সেখানেই তলমুলের হার নিয়ে দেবাংশু মমতার সামনে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, 'অনেক চেষ্টা করেছি...', আর কিছু বলতে পারেনি দেবাংশু। পাল্টা মমতা বলেন, 'তুই ভাল কাজ করেছিস। ছাব্বিশে এর প্রতিশোধ নিতে হবে।' মমতা আরও বলেন, 'আমি জানি ওরা সব কিনে নিয়েছে। ওদের অনেক টাকা।' সেই শুনে রীতিমত উদ্বুদ্ধ হয়ে যান দেবাংশু ভট্টাচার্য। ফিরে যান মঞ্চ ছেড়ে। মমতা দেবাংশুকে তৃণমূলের সোশ্য়াল মিডিয়া টিমকে আরও সক্রিয়া করার পরামর্শ দিয়েছেন।

ভোটের পর কালীঘাটে লোকসভা নির্বাচনের ফলাফল পর্যালোচনার বৈঠকে দেবাংশুর আচরণ নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেত্রীর ওপর অভিমান করে ফেসবুকে পোস্টও করেন দেবাংশু। অনেকেই বলেছিল মমতার সঙ্গে দেবাংশুর দূরত্ব তৈরি হয়েছে। তারপরে আর দু’জনের মধ্যে মুখোমুখি সাক্ষা‍ৎ হয়নি। শনিবার একুশের মঞ্চ পরিদর্শনে আসেন মমতা। সেখানেই দেবাংশুর মুখোমুখি হন তৃণমূল সুপ্রিমো। দেবাংশু জানিয়েছেন, তমলুক লোকসভা নির্বাচন নিয়ে কথা হয়েছিল। পাশাপাশি সোশ্যাল মিডিয়া টিমের জন্যও মমতা পরামর্শ দিয়েছেন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

উত্তুরে হাওয়ায় বঙ্গে জাঁকিয়ে ঠান্ডায় শীতের আমেজ, সপ্তাহান্তে কতটা নামবে পারদ?
২০ ডিসেম্বর বঙ্গে প্রধানমন্ত্রী, কী কী কর্মসূচি থাকছে? দেখুন কী বলছেন শুভেন্দু