Ganga Sagar Mela Special Train: চলতি মাসের ৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বিশ্বের অন্যতম প্রাচীন বৃহত্তম মেলা গঙ্গাসাগর মেলা ২০২৬। মকর সংক্রান্তির আগে শুরু হওয়া এই মেলা ঘিরে এখন থেকেই গঙ্গাসাগরজুড়ে সাজসাজরব। মেলায় আগত ভক্তদের জন্য এবার বড় ঘোষণা রেলের।
চলতি মাসের ৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে দক্ষিণ ২৪ পরগণা জেলার সাগরদ্বীপে অবস্থিত গঙ্গাসাগর মেলা। বিশ্বের নানা প্রান্ত থেকে আগত ভক্তদের সমাগমে মুখর হয়ে উঠবে গঙ্গাসাগর চত্বর। আর এই মেলা ঘিরে যেমন একদিকে বিপুল ভক্তসমাগম হবে তেমনই লক্ষাধিক ভিড়ের কথা মাথায় রেখে এবং গত বছর উত্তরপ্রদেশের প্রয়াগরাজে হওয়া কুম্ভমেলা থেকে শিক্ষা নিয়ে নিরাপত্তা ব্যবস্থায় আরও জোর দিয়েছে প্রশাসন। গঙ্গাসাগর মেলা উপলক্ষে আগেই একগুচ্ছ পদক্ষেপের কথা ঘোষণা করেছে প্রশাসন।
25
কড়া নজরদাড়িতে সাগর মেলা
প্রতিবছরের মতো এই বছরও পূণ্যস্নান উপলক্ষে বিপুল ভক্তের ভিড় জমবে গঙ্গাসাগরে। ফলে মেলার সময়ে নিরাপত্তায় যাতে কোনও রকম ঘাটতি না থাকে তার জন্য আগে থেকে একাধিক পদক্ষেপ নিয়েছে পুলিশ প্রশাসন। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও। মেলায় মোট ৩৪০ জন আরপিএফ ও ৫৪ জন অফিসার থাকবেন নজরদারির জন্য। হাই-রেজোলিউশন সিসিটিভি ক্যামেরায় ২৪ ঘণ্টা নজর রাখার কাজ চলবে বলে জানা গিয়েছে।
35
গঙ্গাসাগর মেলা উপলক্ষে বাড়তি ট্রেন
শুধু তাই নয়, গঙ্গাসাগর মেলা উপলক্ষে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের তরফে একগুচ্ছ গঙ্গাসাগর স্পেশ্যাল ট্রেন চালানোর সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছে। শিয়ালদহের ডিআরএম রাজীব সাক্সেনা এলাকা পরিদর্শন করেছেন। তিনি জানিয়েছেন মেলা উপলক্ষে মোট ২৩জোড়া স্পেশ্যাল ইএমইউ পরিষেবা দেওয়া হবে। এছাডা়ও লক্ষ্মীকান্তপুর, নামখানা, কাকদ্বীপ রুটে চালানো হবে বিশেষ ট্রেন। মোট ১০টি ইএমইউ এবং ২৩ জোড়া ‘মেলা স্পেশাল ট্রেন চলবে।
গঙ্গাসাগর মেলার ভিড়ের কথা মাথায় রেখে যাত্রীচাপ সামলাতে আগেভাগেই একগুচ্ছ পদক্ষেপ নেওয়া হয়েছে রেলের তরফে। রেল সূত্রে খবর, আগামী ৯ তারিখ থেকে শুরু হওয়া গঙ্গাসাগর মেলাকে ঘিরে একসপ্তাহ আগে থেকেই প্রস্তুতি শুরু করেছে শিয়ালদহ ডিভিশন। মেলার দিনগুলিতে মোট সাতদিন চলবে গঙ্গাসাগর মেলা স্পেশ্যাল ট্রেন।
55
মেলাগামী ট্রেনের জন্য নির্দিষ্ট প্ল্যাটফর্ম
এছাড়াও মেলাগামী ট্রেন ধরতে যাতে যাত্রীদের সুবিধা হয় তার জন্য প্ল্যাটফর্ম নম্বরও ঠিক করে দেওয়া হয়েছে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের তরফে। গত বছর গঙ্গাসাগর মেলায় মোট ৬ দিন বাড়তি ট্রেন চালানো হয়েছিল। কিন্তু এবছর পূণ্যার্থীদের কথা ভেবে এবছর ৭ দিনই চলবে অতিরিক্ত বিশেষ ট্রেন। আর এই ট্রেনগুলি শিয়ালদহ স্টেশনের দক্ষিণ শাখার ১৫ ও ১৬ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। এছাডা়ও গঙ্গাসাগর মেলা উপলক্ষে ভক্তদের ট্রেন ধরা ও স্টেশনে প্রবেশ ও বাহিরের সুবিধার্থে আলাদা গেটের ব্যবস্থাও করা হয়েছে রেলের তরফে।