Murshidabad News: নামের গড়মিলে এসআইআর বা ভোটার তালিকা নিবিড় সমীক্ষার শুনানিতে ডাকা হয়েছে স্ত্রীকে। পাছে স্ত্রীর নাম বাদ পড়ে যায় ভোটার তালিকা থেকে সেই আশঙ্কায় এবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন স্বামী। বিশদে জানতে পড়ুন আরও…
Murshidabad News: SIR আতঙ্কে প্রাণ গেল পরিযায়ী শ্রমিকের! ডোমকলে নোটিসের ভয়, হাওড়ায় হৃদরোগে মৃত্যু—পরিবারের বিস্ফোরক অভিযোগ।এবার SIR আতঙ্কে মৃত্যুর অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য মুর্শিদাবাদের ডোমকল জুড়ে। পরিবারের দাবি, স্ত্রীর নামে SIR নোটিস আসার পর থেকেই মানসিক চাপে ভেঙে পড়েন স্বামী। শেষ পর্যন্ত সেই আতঙ্কই কেড়ে নিল প্রাণ। ঘটনাটি মুর্শিদাবাদের ডোমকল থানার ভগীরথপুরের ফতেপুর হাট এলাকার। মৃত ব্যক্তির নাম জয়নাল আনসারী, বয়স ৩৪ বছর। পেশায় রাজমিস্ত্রি। কাজের সূত্রে তিনি থাকতেন হাওড়ার সাঁকরাইলে।
কী কারণে মৃত্যু?
পরিবার সূত্রে জানা গিয়েছে, জয়নাল আনসারীর স্ত্রী রেখা শেখের নামে SIR সংক্রান্ত একটি নোটিস আসে। অভিযোগ, নামের মিসম্যাচ বা গরমিলের কারণে সেই নোটিসে শুনানিতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এই নোটিস আসার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েন জয়নাল।
পরিবার জানাচ্ছে, দিনের পর দিন ঠিকমতো খাওয়া-দাওয়া বন্ধ করে দেন তিনি। স্ত্রীর ভবিষ্যৎ, নাগরিকত্ব, আর SIR নোটিসের ভয়—সব মিলিয়ে গভীর দুশ্চিন্তায় ভুগছিলেন। গত ২৮ ডিসেম্বর জয়নাল আনসারীর স্ত্রী ডোমকল ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরে হাজিরা দেন এবং হিয়ারিং সম্পূর্ণ হয়। কিন্তু ইতোমধ্যেই ঘটে যায় অঘটন। হাওড়ার সাঁকরাইলে কাজের উদ্দেশ্যে যাওয়ার পথেই আচমকা অসুস্থ হয়ে পড়েন জয়নাল আনসারী।
পরিবারের দাবি, SIR আতঙ্কের জেরে মানসিক চাপ থেকেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। স্থানীয়দের অভিযোগ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভের আগুন।স্থানীয়দের বক্তব্য—SIR হোক, তাতে আপত্তি নেই। কিন্তু নাম না থাকলে বাংলাদেশি বানিয়ে বাংলাদেশে পাঠানো হবে—এই ভয়ের পরিবেশই মানুষকে ভেঙে দিচ্ছে। স্থানীয়দের অভিযোগ, এই আতঙ্কের রাজনীতির ফলেই কেউ কেউ চরম মানসিক চাপে পড়ছেন,আর তারই পরিণতি—অকাল মৃত্যু। SIR নোটিস, আতঙ্ক আর অনিশ্চয়তার মাঝে
অন্যদিকে, পশ্চিমবঙ্গে শুরু হয়েছে SIR-ভোটারদের হিয়ারিং। রাজ্য জুড়ে ৩ হাজার ২৩৪ টি হিয়ারিং কেন্দ্র করা হয়েছে। মুর্শিদাবাদেও চলছে হিয়ারিং। যদিও এই হিয়ারিং শুধু যে নথি যাচাই করা হচ্ছে তাই নয় উপস্থিত থাকতে হচ্ছে সশরীরে। এমন কি শয্যাশায়ীরাও বাদ পরছেন না ।
শুক্রবার এমনই অভিযোগে শোরগোল কান্দি ব্লক চত্ত্বর, মুর্শিদাবাদের কান্দি ব্লকের মহালন্দির বাসিন্দা মাফসুরা বেওয়া ও আশিয়া বিবি, চলা ফেরার ক্ষমতা নেই, শয্যাশায়ী অবস্থা, তার সত্ত্বেও ডাকা হয়েছে SIR শুনানিতে। দুই বৃদ্ধাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হয় কান্দি ব্লক অফিসে এসআইআর শুনানিতে।
তৃণমূল কংগ্রেসের দাবি, বাড়ি থেকে শুক্রবার দুপুরে দুজনকে আনা হয় কান্দি ব্লক অফিসে। অ্যাম্বুলেন্সের কাছে গিয়ে দুজনের হিয়ারিং করেন নির্বাচন কমিশনের দ্বায়িত্ব প্রাপ্ত আধিকারিকেরা । এসআইআর এর নামে মানুষকে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ তোলেন কান্দির বিধায়ক অপূর্ব সরকার।
এদিকে অসুস্থ আশিয়া বিবি জানান, নাম আশিয়া কিন্তু হয়েছে আসিফা। নামের ভুলের জন্যই হয়রান হতে হচ্ছে তাঁকে। বৃদ্ধা মাফসুরা বেওয়া জানান, বিছানায় শয্যাশায়ী অবস্থা থেকে গাড়ি করে আসতে হয়েছে। কান্দির বিধায়ক তথা বহরমপুর মুর্শিদাবাদ জেলা তৃণমূলের সভাপতি অপূর্ব সরকার বলেন, ‘’SIR এর নামে মানুষকে লাইনে দাঁড়ানো , হয়রান করা, মানুষের মৃত্যু ঘটছে প্রতিনিয়ত। সকাল থেকেই সবাই লাইনে দাড়িয়ে আছে। বিছানায় শয্যাশায়ী বৃদ্ধা থেকে সন্তান সম্ভবা মহিলা- প্রত্যেকের হয়রানি হচ্ছে। শয্যাশায়ীদের পরিবারের সদস্যরা আমাদের সহায়তা কেন্দ্রে জানানোর পরে তৃনমূলের তরফে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে।''
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


