মঙ্গলবার সাংবাদিক বৈঠক করেন তৃণমূল কংগ্রেসের দুই নেতা শশী পাঁজা ও পার্থ ভৌমিক। দুই মন্ত্রী জানিয়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামিকাল কোথায় যাবেন।
বুধবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে তবল করা হয়েছে তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। রবিবার তাঁকে নোটিশ পাঠিয়েছিল ইডি। বুধবার অর্থাৎ ১৩ সেপ্টেম্বর ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটির বৈঠক। কিন্তু প্রশ্ন কোথায় যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইডি-র অফিসে না ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটির বৈঠকে। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে তাই স্পষ্ট করে দিল তৃণমূল কংগ্রেস।
মঙ্গলবার সাংবাদিক বৈঠক করেন তৃণমূল কংগ্রেসের দুই নেতা শশী পাঁজা ও পার্থ ভৌমিক। দুই মন্ত্রী জানিয়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামিকাল কোথায় যাবেন। পার্থ ভৌমিক বলেন, 'উনি তদন্তের মুখোমুখি হতে ভয় পান না। সেটা আগামিকালই আপনারা দেখে নেবেন। ' পার্থর কথায় অভিষেক শুভেন্দুর মত শিরদাঁড়া বিক্রি করেননি। তাঁদের নেতার শিরদাঁরা এখনও সোজা রয়েছে। তবে এত কিছু জানালেন কোথায় যাবেন অভিষেক সেই সম্পর্ক দুই নেতাই চুপ।
রবিবার সন্ধ্যেবেলা ইডির তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠান হয়। তারপই অভিষেক সোশ্যাল মিডিয়ায় উষ্মা প্রকাশ করে নরেন্দ্র মোদীর নাম না করেই তাঁকে আক্রমণ করেন। সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে অভিষেক বলেছেন, ' দিল্লিতে INDIA সমন্বয় কমিটির প্রথম বৈঠক ১৩ সেপ্টেম্বর। আমি একজন সদস্য। কিন্তু আশ্চার্যের বিষয় ইডি ঠিকএকই দিনে তাদের সামনে হাজিরা দেওয়ার জন্য নোটিশ পাঠিয়েছে। ৫৬ ইঞ্চ বুকের ছাতির মডেলের ভীরুতা ও অস্বস্তি দেখে আমি অবাক না হয়ে পারছি না।' তিনি ট্যাগ করে লিখেছেন ফিয়ারইন্ডিয়া। অভিষেক আরও জানিয়েছেন, নোটিশ তিনি রবিবারই হাতে পেয়েছেন।
সোমবার সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় ইডির নোটিশের তীব্র সমালোচনা করেন। তিনি ইডির তলবকে নতুন প্রজন্মেক ওপর আক্রমণ হিসেবেই দেখছেন। মমতা রীতিমত হুঁশিয়ারি দিয়ে বলেন, 'নতুন প্রজন্ম এই সব মানবে না। হিম্মত নিয়ে লড়াই করবে।' তিনি বলেন, 'অভিষেককে সারাক্ষণ বিরক্ত করা হচ্ছে। অকারণ হেনস্থা করা হচ্ছে। কোনও প্রমাণ নেই।' মমতা আরও বলেন, বারবার অভিষেককে নিম্ন আদালত, হাইকোর্ট এমনকি সুপ্রিম কোর্টে পর্যন্ত যেতে হচ্ছে বিচারের জন্য। ওর বিরুদ্ধে কী হয়নি!
সম্প্রতি মুম্বইয়ের সান্তাক্রুজ এলাকায় হোটেল গ্র্যান্ড হায়াতে বিজেপি বিরোধী ২৮টি দলের শীর্ষ নেতৃত্ব বৈঠকে বসেন। সেখানেই ১৩ সদস্যের সমন্বয় কমিটির নাম ঘোষণা করা হয়েছে। তবে এই কমিটির নেতার নাম এখনও পর্যন্ত ঠিক করা হয়নি। এই কমিটিতে স্থান পেয়েছেন তৃণমূল কংগ্রেসের নম্বর ২ অভিষেক বন্দ্য়োপাধ্যায়। যার প্রথম বৈঠক আগামী বুধবার। কিন্তু নোটিশের জন্য অভিষেক বৈঠকে যোগ দিতে নাও পারেন।