কংগ্রেসের কৌস্তুভের গ্রেফতারির বিরোধিতা তৃণমূলের কুণালের, বললেন 'বুঝেনিত ছাত্রযুবরা'

কংগ্রেস নেতা কৌস্তুভ বাগচীর গ্রেফতারির বিরোধিতা করলেন কুণাল ঘোষ। ফেসবুকে তিনি জানিয়েছেন এই গ্রেফতারি তাঁকে রাজনৈতিক সুবিধে করে দেবে।

 

শনিবার ভোররাতে ব্যারাকপুরের বাড়িতে পুলিশ পাঠিয়ে কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তুব বাগচীর গ্রেফতারির বিরোধিতা করেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। নিজের ফেসবুক পেজে একটি লম্বা লেখায় গোটা ঘটনার বিরোধিতা করেছেন তিনি। বলেছেন এভাবে কংগ্রেস নেতাকে গ্রেফতার করা আর তাঁকে রাজনৈতিক সুবিধে পাইয়ে দেওয়া একই ব্যাপার। তিনি আরও বলেছেন 'আমাদের ছাত্রযুবরাই কৌস্তুভের অসভ্যতা বুঝে নিতে পারত। পুলিশ দিয়ে গ্রেফতার করা ঠিক হল না।'

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অশালীন মন্তব্য করার অভিযোগে শুক্রবার রাতে অভিযোগ দায়ের হয়। আর শনিবার ভোররাতে পুলিশ তাঁর ব্যারাকপরুরের বাড়ি থেকে গ্রেফতার করে কংগ্রেস নেতাকে। বিরোধীদের অভিযোগ এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ 'অতিসক্রিয়' ভূমিকা গ্রহণ করেছে। যাইহোক কৌস্তুভের পাশে দাঁড়িয়েছে কংগ্রেস-সহ একাধিক বিরোধী রাজনৈতিক দল। আইএসএফ-এর নওসাদ সিদ্দিকিও কৌস্তুভের পাশে রয়েছে বলে জানিয়েছেন।

Latest Videos

এদিন কুণাল ঘোষ তাঁর ফেসবুক পেজর প্রথম লাইনেই বলে দিয়েছেন এটা তাঁর ব্যক্তিগত মতামত। তিনি বলেছেন, 'কৌস্তুভ অন্যায় করেছে। মাতৃসমা মুখ্যমন্ত্রীর সম্পর্কে ওই ধরণের চরম কুৎসা বরদাস্ত করা যায় না।আমাদের ছাত্রযুবরা কৌস্তভের অসভ্যতা বুঝে নিতে পারত ।কিন্তু পুলিশ দিয়ে গ্রেফতার ঠিক হল না। এতে কৌস্তুভ প্রচার পাবে, বিরোধী শক্তির অশুভ আঁতাতের কুৎসিত রাজনীতির হাতিয়ার হবে, একাংশের মিডিয়ার পক্ষপাতদুষ্ট প্রচারের মুখ হবে, কিছু মানুষের সহানুভূতি পাবে। গ্রেফতারকে রাজনৈতিকভাবে ব্যবহার করবে তারা। যেদিন পুলিশ সজলের বাড়ির দরজা ভেঙেছিল, আমি প্রতিবাদ করেছিলাম। পরে প্রমাণিত হয়েছে আমার প্রতিবাদ সঠিক ছিল। লাভ হয়েছিল সজলের। মধ্য কলকাতায় একটি ওয়ার্ড জিতেছিল বিজেপি। সেদিন পুলিশি অভিযানের ধরণ ছিল ভুল।'

যাইহোক লেখাটি পোস্ট করার মাত্র দুই ঘণ্টার মধ্যেই এটি ব্যপক সাড়া পেয়েছে। কেউ বিরোধিতা করেছে। কিন্তু এই লেখাতে কুণাল ঘোষ স্পষ্ট করে জানিয়ে দিয়েছে গোটা তিনি বিজেপি নেতা সজল ঘোষের ছায়া দেখতে পাচ্ছেন। তিনি বলেছেন এজাতীয় কাজের জন্য সজলের রাজনৈতিক সুবিধে হয়েছিল। একটি ওয়ার্ডে জিতে গিয়েছিল বিজেপি।

তিনি তাঁর লেখায় বলেছেন কৌস্তুভের গ্রেফতারির বিরোধিতা করছেন একটিমাত্র কারণে- এতে কৌস্তুভের রাজনৈতিক লাভ হবে। কুণাল ঘোষ বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন। সেখান থেকেই ফেসবুকে পোস্ট করেছেন তাঁর লেখাটি।

আরও পড়ুনঃ

হাঁচি-কাশি-সঙ্গে জ্বর এই সমস্যায় অ্যান্টিবায়োটিকের ব্যবহার নয়, রইল বিশেষজ্ঞদের স্বাস্থ্য টিপস

ফিসচুলার সমস্যায় জেরবার অনুব্রত মণ্ডল, আদালতের নির্দেশে জেল হাসপাতালে তৃণমূল নেতা

প্রয়াত আইনজীবী সত্যব্রত মুখোপাধ্যায়, শোক প্রকাশ প্রধানমন্ত্রী মোদীর

Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
‘অভয়ার জন্য আন্দোলনের প্রতিশোধ নিচ্ছেন Mamata Banerjee’ মমতাকে দুষলেন BJP নেত্রী Agnimitra Paul
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
তাপস রায়ের বিস্ফোরক প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা | Tapas Roy | Mamata Banerjee
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News