মুরলীধর সেন লেন থেকে আরও বড় অফিসে স্থান বদল করছে পদ্মপক্ষ। মার্চ মাসেই রয়েছে শুভ কাজ।
ফাল্গুন মাস চলতে চলতেই সম্পন্ন হয়ে যাক শুভ কাজ। চৈত্র আসার আগেই তাই বঙ্গ বিজেপির শিবিরে ঠাঁইবদলের তোড়জোড়। হেস্টিংসে স্বল্প সময়ের জন্য কাঁচা আস্তানা তৈরি হলেও এবার পাকাপাকিভাবে ঠিকানা চলে যাচ্ছে খাস অফিসপাড়ায়। সল্ট লেকের সেক্টর ফাইভ মোড়ের কাছে তৈরি হচ্ছে ৫ তলার পাকা দফতর।
এতদিন মুরলীধর সেন লেনে বিজেপির রাজ্য দফতর থাকলেও ২০১৯ সালের লোকসভা ভোটের আগে দক্ষিণ কলকাতার হেস্টিংসে আলাদা দফতর বানিয়েছিল বিজেপি। দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার হাতে হয়েছিল উদ্বোধনও। কিন্তু, কাজের জায়গায় হঠাৎ দেখা দিয়েছে ঘাটতি। তাই এবার বিশাল বিল্ডিং-এ স্থানবদল করছে পদ্ম শিবির।
বঙ্গের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, ‘নতুন দফতর বলা হলেও আসলে তা নয়। মুরলীধন সেন লেনেই রাজ্য দফতর থাকছে।’ নিউ টাউন এলাকায় জমি কিনে আরও বড় দফতর বানানোর তোড়জোড় শুরু করে দিয়েছে বিজেপি। তবে, আপাতত ফাল্গুন মাস থাকতে থাকতে ইংরেজির মার্চ মাসের ১০ তারিখে সেক্টর ফাইভের অফিসে গৃহপ্রবেশ সেরে নিতে চাইছে গেরুয়া দল। যদিও, এই গৃহপ্রবেশের দিন কোনও কেন্দ্রীয় নেতা থাকবেন বলে এখনও অবধি কোনও খবর নেই। রাজ্যের নেতাদের নিয়েই সারা হতে পারে শুভ অনুষ্ঠান।
আরও পড়ুন-
একেক ধরনের মানুষ একেক রঙের মস্তিষ্কে গড়ে ওঠেন, জেনে নিন আপনার পছন্দের রঙের সাথে আপনার চারিত্রিক বৈশিষ্ট্য়গুলি
‘বিদেশীদের সামনে এসব ভাষণ দিয়ে ভারতীয়দের ভুল বোঝানো যাবে না’, রাহুল গান্ধীকে তোপ রাজীব চন্দ্রশেখরের
উৎসবটি যখন রঙের, তখন অন্দরের সাজেও চলতে পারে বাহার, দেখে নিন দোলের দিনে পরার অন্তর্বাসের সিক্রেট