শাহজাহানকে গ্রেফতার করার পরই তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও'ব্রায়ন জানিয়েছেন, তাঁকে দল থেকে ৬ বছরের জন্য বরখাস্ত করা হয়েছে। তিনি বলেন, শেখ শাহজাহানকে ৬ বছরের জন্য সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছি।
গ্রেফতার হতেই সন্দেশখালির নেতা শেখ শাহাজাহানকে দল থেকে ৬ বছরের জন্য বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস। তাঁর বিরুদ্ধে সন্দেশখালির মহিলাদের ওপর যৌন নির্যাতন, জমিদখল - সহ একাধিক অভিযোগ রয়েছে। পাশাপাশি ৫ জানুয়ারি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের ওপর হামলার অভিযোগও রয়েছে। বৃহসপ্তিবার মিনাখাঁ থেকে গ্রেফতার করা হয়েছে শাহজাহানকে। তাঁকে ১০ দিনের জন্য পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বসিরহাট আদালত।
শাহজাহানকে গ্রেফতার করার পরই তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও'ব্রায়ন জানিয়েছেন, তাঁকে দল থেকে ৬ বছরের জন্য বরখাস্ত করা হয়েছে। তিনি বলেন, 'আমরা শেখ শাহজাহানকে ৬ বছরের জন্য সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছি। বরাবরের মত এবারও দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ' তিনি আরও বলেছেন, অতীতেও তাঁরা এজাতীয় কাজ করে উদাহারণ তৈরি করেছেন। এদিনও সেই একই পথে হেঁটে তারা দৃষ্টান্ত স্থাপন করেছেন।
এখানেই শেষ নয়, সাংবাদিক সম্মেলনে শাহজাহানের সাসপেন্ডের কথা ঘোষণা করেই বিজেপিকে নিশানা করেছেন তৃণমূল নেতা ডেরেক। তিনি বলেন, 'আমরা কিন্তু এবার বিজেপিকে সাহস দিচ্ছি যে তাদের দলের দুর্নীতির অভিযোগ থাকা নেতাদের বরখাস্ত করতে। তাদের দলের একাধিক নেতার বিরুদ্ধেও একটি ফৌজদারি মামলা রয়েছে।' এটাও মনে করিয়ে দেন তৃণমূল কংগ্রেস নেতা।
Air India: হুইলচেয়ার না থাকায় যাত্রীর মৃত্যু? DGCA নির্দেশে এয়ার ইন্ডিয়ার জরিমানা ৩০ লক্ষ টাকা
শেখ শাহজাহানের দায়িত্বঃ
সন্দেশখালির তৃণমূলের দাপুটে নেতা হিসেবেই পরিচিত শেখ শাহজাহান। তিনি সন্দেশখালি বিধানসভা কেন্দ্রের দলের আহ্বায়ক ছিলেন। তৃণমূলের উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সদস্যও ছিলেন। গত লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী নুসরত জাহানের জয়ের অন্যতম কারিগর। তাঁর হুডখোলা জিপে করেই সন্দেশখালিতে প্রচার করেছিলেন নুসরত। প্রচার পর্বেই নুসরতের পাশেই দেখা গিয়েছিল তাঁকে। তৃণমূলের অন্য নেতা জ্যোতিপ্রিয় মল্লিকের ডান হাত হিসেবে পরিচিত ছিলেন শাহজাহান। রেশন দুর্নীতিতে অন্যতম অভিযুক্তও তিনি। এদিন মিনাখাঁ থেকে শাহজাহানকে গ্রেফতার করেছে পুলিশ। এদিন পেশ করা হয় বসিরহাট আদালতে। তাঁকে আদালত ১০ দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে।
CAA: ভোটের আগেই কি চালু হবে নাগরিকত্ব সংশোধনী আইন? কেন্দ্রীয় পোর্টালের পরীক্ষা তেমনই ইঙ্গিত দিচ্ছে