বিজেপির পোলিং এজেন্টকে বেধড়ক মেরে মুখে প্রস্রাব, গড়বেতায় তৃণমূলের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ

Published : Jul 15, 2023, 02:26 PM ISTUpdated : Jul 15, 2023, 02:33 PM IST
tmc bjp

সংক্ষিপ্ত

সদলবলে বিজেপির পোলিং এজেন্টকে পার্টি অফিসের ভেতর টেনে নিয়ে এসে ব্যাপক মারধর করা হয়, এরপর ওই এজেন্টের মুখে প্রস্রাব করে দেওয়া হয় বলে অভিযোগ।

পঞ্চায়েত ভোট শেষ হয়ে যাওয়ার পর বেরিয়ে গেছে ফলাফলও। কিন্তু, তার পরেও পশ্চিমবঙ্গে অব্যাহত রয়েছে হিংসা এবং চূড়ান্ত অমানবিকতার ছবি। এমনই এক ঘৃণ্য ঘটনা ঘটে গেল পশ্চিম মেদিনীপুরের গড়বেতার মায়তায়। শুক্রবার এই এলাকায় বিজেপি ( BJP )-র পোলিং এজেন্টকে সদলবলে বেধড়ক মারধর করল দুষ্কৃতীরা। তৃণমূলের (TMC ) পার্টি অফিসে টেনে নিয়ে এসে বিজেপির ওই পোলিং এজেন্টকে অমানুষিক নির্যাতন করা হয় বলে জানা গেছে, বিজেপির তরফের অভিযোগের আঙুল তোলা হয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিরুদ্ধে।

তবে, শুধু মারধরেই শেষ নয়। স্থানীয় বিজেপি কর্মীদের অভিযোগ, ওই পোলিং এজেন্টের মুখে প্রস্রাবও করে দিয়েছে শাসক দলের দুষ্কৃতীরা। আক্রান্ত ব্যক্তির অভিযোগ, মারধরের পর তাঁর মুখে প্রস্রাবও করে দেয় আক্রমণকারী তৃণমূল কর্মীরা। ভোটে জেতার পর বিজয় উৎসব চলছিল তৃণমূলী সমর্থকদের মধ্যে। সেই সময় বিজেপির পোলিং এজেন্ট বরুণ রুইদাস তাদের মুখোমুখি হয়ে যান।

শুক্রবার, ওই পোলিং এজেন্টকে চারিদিক থেকে ঘিরে ধরা হয় বলে অভিযোগ। তারপর তাঁর কাছে ফিস্ট করার জন্য চাঁদার টাকা চাওয়া হয়। তিনি তা দিতে না চাওয়ায় তাঁকে চূড়ান্ত মারধর করা হয়। তৃণমূলের পার্টি অফিসের ভেতরেই অমানুষিক মার খেতে খেতে তিনি যখন প্রায় অজ্ঞান হয়ে পড়ছিলেন, তখন তিনি জল খেতে চান। সেই প্রার্থনা শুনেই তাঁর মুখে প্রস্রাব করা হয় বলে অভিযোগ !

শুক্রবার কোনওমতে জীবন বাঁচিয়ে ফিরে আসেন আক্রান্ত বিজেপি কর্মী। তড়িঘড়ি তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। রাতে রাজ্য বিজেপির সহ সভাপতি সমিত দাস তাঁকে দেখতে যান। যদিও এই ঘটনার দায় সম্পূর্ণ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূলের নেতারা।

আরও পড়ুন-

TMC News: লোহার রড দিয়ে পিটিয়ে পিটিয়ে তৃণমূল নেতাকে খুন! ভাঙড়ে নৃশংস সন্ত্রাস
PM Modi France: রানি এলিজাবেথের পর নরেন্দ্র মোদী, ৬০ বছর পর ল্যুভর মিউজিয়ামে নৈশভোজ আয়োজন করল ইম্যানুয়েল ম্যাক্রঁ সরকার

Ronaldo Georgina: জর্জিনার সঙ্গে জলকেলিতে মত্ত ফুটবল তারকা রোনাল্ডো

PM Modi News: ফ্রান্সের পর আরব, আজই রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

PREV
click me!

Recommended Stories

Suvendu Adhikari: বঙ্কিমদা বলায় মোদীকে তুলোধনা তৃণমূলের, পাল্টা দিয়ে চরম আক্রমণ শুভেন্দুর
"মমতা কিছুই করেননি, মোদীজি যা করেছেন তা ভালো": বন্দে মাতরম নিয়ে বঙ্কিমচন্দ্রের প্রপৌত্র