সংক্ষিপ্ত

“আমার বন্ধু তথা আবুধাবির শাসক এইচ এইচ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে দেখা করার জন্য উন্মুখ হয়ে রয়েছি”, বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

বাস্তিল দিবসে ফ্রান্সের রাজধানীতে স্মরণীয় উদযাপন প্রত্যক্ষ করার পর ফ্রান্স থেকে বিদায় নিচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁ-র সঙ্গে তাঁর বন্ধুত্বের বার্তা ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের সম্পর্কের সাফল্যের ক্ষেত্রে প্রভূত প্রভাব ফেলেছে। সেই সুসম্পর্কের আবহ নিয়েই এবার ফ্রান্স ছেড়ে আরবে যাত্রা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ভারতের প্রধানমন্ত্রীর দফতর থেকে বিবৃতি জারি করে জানানো হয়েছে যে, ফ্রান্সে দু'দিনের সফর শেষ হওয়ার পর, প্রধানমন্ত্রী মোদী (PM Modi) ১৫ জুলাই আবু ধাবি সফরের জন্য সংযুক্ত আরব আমিরশাহির দিকে রওনা হবেন। আনুষ্ঠানিক বিবৃতিতে, প্রধানমন্ত্রী বলেছেন যে, ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহি ফিনটেক, প্রতিরক্ষা নিরাপত্তা এবং শক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে নিযুক্ত রয়েছে। নিজের সফরকালে তিনি সংযুক্ত আরব আমিশাহির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে আলোচনা করতে পারেন।

ভারত থেকে যাত্রার আগে নরেন্দ্র মোদী একটি বিবৃতি দিয়ে জানিয়েছিলেন যে, “প্যারিস থেকে আমি ১৫ জুলাই একটি সরকারি সফরের জন্য সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে যাচ্ছি। আমি আমার বন্ধু, সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি তথা আবুধাবির শাসক এইচ এইচ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে দেখা করার জন্য উন্মুখ হয়ে রয়েছি।”

আরও পড়ুন- 
Saayoni Ghosh: পঞ্চায়েত ভোটে তৃণমূলের জয়, ED আর বিজেপিকে একযোগে বিঁধলেন সায়নী ঘোষ
Weather News: কোন কোন জেলায় কমতে চলেছে বৃষ্টির পরিমাণ? দেখে নিন আবহাওয়ার আপডেট

Vastu Tips: ঘরের বাস্তু দোষ কাটাবেন কীভাবে? অবশ্যই মেনে চলুন কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম

ইমেলে ‘XX’ লেখা মানে চুমু পাঠানো? নিজের বসের বিরুদ্ধেই কেস ঠুকে দিলেন মহিলা কর্মী