আকাশের গোমড়া মুখ কেটে কবে থেকে বইবে হিমেল হাওয়া? বৃষ্টির সঙ্গে রইল শীত পড়ার পূর্বাভাস

Published : Nov 01, 2025, 12:24 PM IST

ঘূর্ণিঝড়় মান্থা নিম্নচাপের আকার নিয়েছে। আর সেই কারণে এখনও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার আকাশ মেঘালা। শুধু তাই নয়, বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। রইল শীতের আপডেট। 

PREV
16
ঘূর্ণিঝড় মান্থার প্রভাব

ঘূর্ণিঝড়় মান্থা নিম্নচাপের আকার নিয়েছে। আর সেই কারণে এখনও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার আকাশ মেঘালা। শুধু তাই নয়, বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। বর্ষা বিদায় নিয়েছে। এই অবস্থায় শীত আর কতদূরে তাই নিয়ে আলোচনা শুরু হয়েছে।

26
হিমের পরশ

মোটের ওপর কলকাতা -সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কালীপুজোর পর থেকেই হিমের পরশ পড়তে শুরু করে। কিন্তু কালীপুজোর পর ছট পার হয়েছে জগদ্ধাত্রী পুজোও শেষ হয়ে গেছে। কিন্তু এখনও গলদঘর্ম অবস্থা। শীত তো দূরে থাক, শীতের আমেজেরও দেখা নেই।

36
দক্ষিণবঙ্গের আবহাওয়া

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ, শনিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামিকালও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর আর নদিয়া জেলায়।

46
কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া শুধু আজ নয়, আগামী কয়েক দিন কলকাতার আকাশ থাকবে মেঘলা। কলকাতা ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী কয়েক দিন তিলোত্তমার তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না। আজ কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৩০ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

56
উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দুই দিনাজপুর আর মালদাতে হতে পারে বৃষ্টি। রবিবারও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী সপ্তাহ থেকেই উত্তরবঙ্গের আবহাওয়া স্বাভাবিক হবে।

66
শীত কত দূরে...

প্রশ্ন তাহলে কবে থেকে শীত পড়বে? আলিপুর হাওয়া অফিস এখন শীত নিয়ে কোনও পূর্বাভাস দেয়নি। তবে আবহাওয়াবীদদের একাংশ মনে করছে ঘূর্ণিঝড় মান্থার প্রভাব পুরোপুরি কেটে যাওয়ার পরই এই রাজ্যে সক্রিয় হবে উত্তুরে হিমেল হাওয়া। তারপরই ধীরে ধীরে শীত পড়বে। আগামী সপ্তাহ থেকেই পরিস্থিতি অনেকটাই উন্নত হবে বলে আশা আবহাওয়াবীদদের।

Read more Photos on
click me!

Recommended Stories