সপ্তাহান্তে হাওড়া রুটে বাতিল একাধিক লোকাল-দূরপাল্লার ট্রেন, সময় সূচিতেও পরিবর্তন রেলের

Published : Nov 01, 2025, 07:57 AM IST

Local Train Cancel News: মাসের শুরুতেই নিত্য যাত্রীদের জন্য দুঃসংবাদ! ফের এই রুটে বাতিল একগুচ্ছ লোকাল ও দূরপাল্লার ট্রেন। কবে থেকে মিলবে না পরিষেবা? জানুন বিশদে। দেখুন ফটো গ্যালারি… 

PREV
15
ফের বাতিল লোকাল ট্রেন

সপ্তাহান্তে ফের বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন। মাসের শুরুতেই রেলে যাত্রী ভোগান্তি। জানা গিয়েছে, পূর্ব রেলের হাওড়া ডিভিশনে সিগন্যালিংয়ের কাজের জন্য বাতিল থাকছে বেশকিছু ট্রেন। বিজ্ঞপ্তি জারি করে হাওড়া ডিভিশনের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে। ফলে সপ্তাহান্তে রবিবার বাড়ি থেকে বেড়িয়ে ভোগান্তি পোহাতে হবে এই রুটের ট্রেন যাত্রীদের। 

25
কবে থেকে বাতিল ট্রেন?

পূর্ব রেল সূত্রে খবর, হাওড়া ডিভিশনে সিগন্যাল ও রেল লাইন রক্ষণাবেক্ষণের কাজের জন্য রবিবার অর্থাৎ ২ নভেম্বর বাতিল থাকছে বেশ কিছু লোকাল ট্রেন। এছাড়াও গুরুত্বপূর্ণ কিছু ট্রেনেরও যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। বদল আনা হয়েছে ট্রেনের সময় সূচিতে। 

35
কোন কোন রুটে ট্রেন বাতিল?

আগামী ২ নভেম্বর রবিবার হাওড়া ডিভিশনে বাতিল থাকবে- হাওড়া থেকে: ৩৭০৫৫, ৩৭২৪৯, ৩৭৩৬৩, ৩৬৮২৩

ব্যান্ডেল থেকে এই ট্রেনগুলি: ৩৭২৪৬, ৩৭৭৪৯

বর্ধমান থেকে এই ট্রেনগুলি: ৩৬৮৩৪

শেওড়াফুলি থেকে এই ট্রেনগুলি: ৩৭০৫৬

আরামবাগ থেকে এই ট্রেনগুলি: ৩৭৩৬৪, ৩৭৩৯৬

কাটোয়া থেকে এই ট্রেনগুলি: ৩৭৭৪৮ । সব মিলিয়ে ছুটির দিনে হাওড়া রুটে জোড়া ভোগান্তি। কারণ, একদিকে বন্ধ বিদ্যাসাগর সেতু। অন্যদিকে বাতিল থাকছে বহু লোকাল ও দূরপাল্লার ট্রেনও। 

45
বাতিল ট্রেনের তালিকা

এই বিষয়ে রেল সূত্রে খবর, ৩৭৩৬৫ হাওড়া–আরামবাগ লোকাল ট্রেন আরামবাগের পরিবর্তে তারকেশ্বরে গিয়ে যাত্রা শেষ করবে।  ৫৩০০৯ কাটোয়া–আজিমগঞ্জ লোকাল ট্রেন কাটোয়া থেকে ছাড়বে দুপুর সাড়ে ১২টায়। আগে সময় ছিল দুপুর ১২টা। ১২৩৩৮ বোলপুর–হাওড়া শান্তিনিকেতন এক্সপ্রেস ছাড়বে ১টা ৫০ মিনিটে। আগে সময় ছিল ১ টা ১৫। 

55
ভোগান্তিতে নিত্য যাত্রীরা

তবে এই প্রথম বা এই রুটেই নয়। উৎসবের মরশুম শুরুর আগে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনে রেল লাইন রক্ষণাবেক্ষণের কাজের জন্য পাওয়ার ব্লক থাকায় একাধিক রুটের আপ-ডাউন ট্রেন বাতিল ছিল। ঘুরিয়ে দেওয়া হয়েছিল ও সংক্ষিপ্ত ঘোষণা করা হয়েছিল একাধিক ট্রেনের যাত্রাপথ। 

Read more Photos on
click me!

Recommended Stories