গতকালের তুলনায় বঙ্গের অধিকাংশ জেলাতেই আজ বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ যথেষ্ট কম রয়েছে। বাঁকুড়া, কোচবিহার এবং উত্তর কলকাতার কিছু কিছু অংশ ছাড়া প্রায় সমস্ত জায়গাতেই আকাশ মেঘমুক্ত থাকার সম্ভাবনা।
বুধবারের পর বৃহস্পতিবার তাপমাত্রার পারদ আরও নামল কলকাতায়। আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট বলছে, ২৪ নভেম্বর কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে একেবারে ২ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস।
বৃহস্পতিবার চলতি মরশুমের শীতলতম দিন কলকাতায়। এর আগের দিন, অর্থাৎ ২৩ নভেম্বর বুধবার, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল পর্যন্ত সেটাই ছিল মরশুমের শীতলতম দিন। যা আজ আরও কমে হল ১৬.৫ ডিগ্রি। এর আগে গত ১৫ নভেম্বর কলকাতার তাপমাত্রা সবথেকে কম ছিল, ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস। ওই দিনটিকে ধরা হয়েছিল মরশুমের শীতলতম দিন হিসেবে।
আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা জানিয়েছেন, আগামী ২-৩দিনে তাপমাত্রা আরেকটু কমতে পারে। তবে, শুক্রবারের মধ্যে দক্ষিণে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বলে পূর্বাভাস পাওয়া যাচ্ছে। সেই ঘূর্ণাবর্ত শক্তিশালী হলে পশ্চিমবঙ্গের তাপমাত্রা কমার ক্ষেত্রে বাধা দেবে নিম্নচাপ। ফলত, তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হতে পারে।
মৌসম ভবন সূত্রে জানা গেছে, আগামী ২৪ ঘণ্টায় কলকাতার আকাশ মূলত পরিষ্কার থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে।
উত্তরবঙ্গের আটটি জেলা, অর্থাৎ, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার তাপমাত্রা আপাতত শুষ্কই থাকবে। বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। আগামী কয়েকদিনে রাতের তাপমাত্রার বড়সড় কোনও পরিবর্তন হবে না। দার্জিলিং জেলায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি, দিনের সর্বোচ্চ তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে। জলপাইগুড়ি জেলায় আজ সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কমে হয়েছে ১৩.৯ ডিগ্রি সেলসিয়াস, দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩০.৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। স্বাভাবিকের চেয়ে যা ১ ডিগ্রি বেশি।
গতকালের তুলনায় বঙ্গের অধিকাংশ জেলাতেই আজ বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ যথেষ্ট কম রয়েছে। বাঁকুড়া, কোচবিহার এবং উত্তর কলকাতার কিছু কিছু অংশ ছাড়া প্রায় সমস্ত জায়গাতেই আকাশ মেঘমুক্ত থাকার সম্ভাবনা।
আরও পড়ুন-
পঞ্জাবে রাতের অন্ধকারে কারখানার কর্মীকে গণধর্ষণ, ৪ তরুণী মিলে মদ খাইয়ে অত্যাচার
এক দিনের বাড়বাড়ন্তের পর ফের কমল কলকাতার তাপমাত্রা, পারদ নিম্নমুখী থাকবে বলেই পূর্বাভাস আবহাওয়া দফতরের