Weather News: দক্ষিণবঙ্গে একটানা চলবে বৃষ্টি, উত্তরে ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা অব্যাহত
আগামী সপ্তাহ পর্যন্ত দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা। ফলে, তীব্র গরমের অস্বস্তি থেকে কিছুটা রেহাই মিলতে পারে।
Web Desk - ANB | Published : Jul 8, 2023 12:57 AM IST / Updated: Jul 08 2023, 06:36 AM IST
৩২ ডিগ্রির কাছাকাছি নেমে গেছে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। দক্ষিণবঙ্গে ভোটের দিন আবহাওয়া ভোটারদের লাইন দেওয়ার জন্য যথেষ্ট অনুকূল।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বিক্ষিপ্তভাবে সারাদিন জুড়েই মেঘলা আকাশ দেখা যাবে। শনিবারের পর রবিবারেও বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আপাতত আসন্ন সপ্তাহের বুধবার, অর্থাৎ ১২ জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা। ফলে, তীব্র গরমের অস্বস্তি থেকে কিছুটা রেহাই মিলতে পারে।