Toy Train Derailed: ঘুম স্টেশনের কাছে লাইনচ্যুত টয় ট্রেন, প্রবল আতঙ্কে সফর বাতিল করছে যাত্রীরা

Published : Sep 30, 2023, 02:21 PM ISTUpdated : Sep 30, 2023, 07:41 PM IST
5 toy trains you should travel on

সংক্ষিপ্ত

স্টেশন ছেড়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই লাইনচ্যুত হয় যায় ট্রেনটির ইঞ্জিন। ঘটনার সঙ্গে সঙ্গেই শুরু হয় উদ্ধারকাজ।

উৎসবের মরশুমে দুর্ঘটনা পাহাড়ে। শনিবার সকালে দার্জিলিং-এর ঘুম স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে পড়ে টয় ট্রেন। রেলসূত্রে জানা যাচ্ছে, শনিবার সকালে ঘুম স্টেশন থেকে ছাড়ে টয় ট্রেনটি। স্টেশন ছেড়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই লাইনচ্যুত হয় যায় ট্রেনটির ইঞ্জিন। ঘটনার সঙ্গে সঙ্গেই শুরু হয় উদ্ধারকাজ। তবে হতাহতের কোনও খবর মেলেনি। ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে পর্যটকদের মধ্যে।

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে শনিবার সকালে দার্জিলিং-এর থেকে শিলিগুড়ির দিকে রওনা হয় টয় ট্রেনটি। ঘুম স্টেশনের কাছে এসে আচমকাই খুলে যায় ইঞ্জিনটি। সঙ্গে সঙ্গে হুড়মুড়িয়ে থেমে যায় ট্রেনটি। টয় ট্রেন লাইনচ্যুত হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। এদিন পর পর বাতিল হয় টয় ট্রেনের সফর বাতিল করতে থাকেন যাত্রীরা।

ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন উত্তর-পূর্ব ভারতের রেলের জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে। তিনি বলেন,'দার্জিলিং থেকে শিলিগুড়িগামী টয় ট্রেনটি ঘুম স্টেশন পেরোনোর পর লাইনচ্যুত হয়ে পড়ে। যাত্রীদের জন্য বিকল্প ট্রেন দেওয়া হবে। উদ্ধারকাজ এখনও চলছে। বেশিরভাগ যাত্রীই সড়কপথে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাই তাঁদের টিকিটের টাকা ফিরিয়ে দেওয়া হবে।'

PREV
click me!

Recommended Stories

আমি সব দিক থেকে বাঙালি হতে চাই: কেন এমন কথা বললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস
'বাংলায় বাবরি মসজিদ হতে দেব না' উলুবেড়িয়া থেকে হুমায়ুনকে চরম বার্তা শুভেন্দুর