দানার ভয়ে তৎপর রেল! ২৪ অক্টোবর থেকেই বন্ধ ট্রেন চলাচল, চরম ভোগান্তির মুখে পড়বেন যাত্রীরা

দানার ভয়ে তৎপর রেল! ২৪ অক্টোবর থেকেই বন্ধ ট্রেন চলাচল, চরম ভোগান্তির মুখে পড়বেন যাত্রীরা

Anulekha Kar | Published : Oct 24, 2024 6:01 AM IST
17

দানার জেরে বিরাট বদল শিয়ালদহ শাখার রেলে। দক্ষিণ এবং হাসনাবাদের ট্রেন চলাচল বন্ধ থাকছে শিয়ালদহ থেকে।

27

বুধবার ২৩ অক্টোবর শিয়ালদহ তরফে জানানো হয়েছে যে ২৪ অক্টোবর রাত আটটার পর থেকে আর কোনও ট্রেন শিয়ালদহ থেকে ছাড়বে না।

37

রেলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেও প্রকাশ করা হয়েছে এই খবর। গ্রাফিক্সের মাধ্যমে শেয়ার করা হয়েছে এই তথ্য।

47

শিয়ালদহ-দক্ষিণ এবং শিয়ালদহ-হাসনাবাদ শাখায় ২৪ অক্টোবর রাত ৮টা থেকে ২৫ অক্টোবর সকাল ১০টা পর্যন্ত শিয়ালদহ থেকে কোনও ট্রেন ছাড়বে না।

57

তবে এর থেকে বোঝা যাচ্ছে যে বৃহস্পতিবার ও শুক্রবার শিয়ালদহ থেকে উত্তর শাখায় ট্রেন চলাচল নিয়ে কোনও সমস্যায় পড়বেন না নিত্যযাত্রীরা।

67

এখনও পর্যন্ত শিয়ালদহ তেকে উত্তর শাখার কোনও ট্রেন চলাচল বন্ধ করা হয়নি। এমনই জানানো হয়েছে পূর্ব রেল সূত্রে।

77

শুধুমাত্র শিয়ালদহ-হাসনাবাদ এবং শিয়ালদহ দক্ষিণ শাখার রেল যোগাযোগের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা নিয়েছে রেল। ২৫ অক্টোবর সকাল ১০টা পর্যন্ত বন্ধ থাকবে রেল চলাচল।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos