
কুম্ভ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রতিবাদে সরব হয়েছিল বিজেপি। পাল্টা হিসেবে শুভেন্দু অধিকারীর ছবিতে জুতোর মালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ দেখাল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। পূর্ব মেদিনীপুরের মেচেদায় একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল তৃণমূলের পক্ষ থেকে। সেই সভায় শুভেন্দু অধিকারীর ছবিতে জুতোর মালা টাঙিয়ে জুতো মারলেন বেশ কিছু উত্তেজিত তৃণমূল কর্মী সমর্থক।
মেচেদার শান্তিপুরে তৃণমূলের পথসভা এবং শুভেন্দুর ছবিতে জুতোর মালা পরিয়ে দলীয় কর্মী সমর্থকদের বিক্ষোভ দেখানোর ঘটনায় ক্ষুব্ধ বিজেপি । এই ঘটনার ছবি দেখে পাল্টা উত্তর দিতে ছাড়লেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বললেন, এগুলো যত করবে তত ভালো হবে,এই ছবি বেশি করে দেখান ।
এই ঘটনা প্রসঙ্গে এক তৃণমূল নেতা জানালেন, বিজেপির কয়েকজন লোক যারা যোগ্য নয় যাদের বুথে কোনও দিন স্থান হয়নি, সেইসব লোক মেচেদায় এসে কুরুচিকর মন্তব্য করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে । তারই প্রতিবাদে আমরা তৃণমূল কর্মীরা শান্তিপুর ১ নম্বর অঞ্চলে এই কর্মসূচি পালন করেছি। তৃণমূল কর্মী ক্ষোভপ্রকাশ করে বলেন, বিরোধী দলনেতা আমাদের দিদিকে অপমান করেছেন, আমাদের কর্তব্য তাঁকে জুতো মেরে বিদায় করা। ঘটনার প্রতিবাদ জানিয়ে বিজেপির পক্ষ থেকে বলা হয়, এটাই তৃণমূলের রুচি আর সংস্কৃতি। এ রাজ্যে সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলনেতার স্থান মুখ্যমন্ত্রীর পরে। সেখানে জুতোর মালা পরিয়ে দেওয়া হচ্ছে তাঁর ছবিতে। একটা রাজনৈতিক দলের রুচিটা কোন স্তরে নেমেছে এটা তারই প্রমাণ।
এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী পাল্টা উত্তর দিয়ে বলেন, তৃণমূলের কিছু নেতা আমার গলায় জুতোর মালা টাঙিয়েছে। এই গুলো যত করবে তত ভালো হবে। মেদিনীপুরের লোক দলমত নির্বিশেষে আমায় ভালোবাসে। এই ছবি বেশি করে দেখান। রাজনৈতিক পরিসরে বিপক্ষকে কোনঠাসা করতে নানা কর্মসূচি নেন নেতারা । কুশপুতুলও দাহ করার মতো ঘটনা চোখে পড়ে। তবে রাজ্যের বিরোধী দলনেতার ছবিতে জুতোর মালা ঝুলিয়ে তাঁকে অপমানের ঘটনা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।