SIR ইস্যুতে নির্বাচন কমিশনে TMC, তৃণমূলের ১০ প্রতিনিধির ৫টি প্রশ্ন ভোট কর্তাদের

Published : Nov 29, 2025, 09:16 AM IST

SIR ইস্যুতে নির্বাচন কমিশনে শুক্রবার গিয়েছিল তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। মূলত আলোচনা হয়েছে রাজ্যে চলা ভোটার তালিকার নিবিড় সংশোধন নিয়ে। কমিশন তাদের কথা জানিয়েছে বাইরে  তৃণমূলের প্রতিনিধিরা তাদের কথাও  জানিয়েছে। ক্ষোভ প্রকাশ করে কমিশনের বিরুদ্ধে। 

PREV
15
SIR ইস্যুতে কমিশনে TMC

SIR ইস্যুতে নির্বাচন কমিশনে শুক্রবার গিয়েছিল তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। মূলত আলোচনা হয়েছে রাজ্যে চলা ভোটার তালিকার নিবিড় সংশোধন নিয়ে। বৈঠকের পর কমিশন যেমন তাদের কথা জানিয়েছে তেমনই বাইরে বেরিয়ে কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে তৃণমূলের প্রতিনিধি দল।

25
কমিশনের বার্তা

জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানান হয়েছে, আইন মেনেই কাজ হচ্ছে। তাতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে সহযোগিতা করতে হবে। ভুল তথ্য ছড়ান যাবে না। পাশাপাশি বিএলও-দের ভাতা নিয়েও কথা হয়েছে এই বৈঠকে।

35
তৃণমূল কংগ্রেসের দাবি

জাতীয় নির্বাচন কমিশনের দফতর থেকে বেরিয়ে এসে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল দাবি করেছে, তাদের তরফ থেকে পাঁচটি প্রশ্ন করা হয়েছে নির্বাচন কমিশনকে। কিন্তু তার কোনও উত্তর দিতে পারেনি নির্বাচন কমিশন। পাল্টা কমিশন জানিয়েছে, যে কোনও রাজনৈতিক দলের মতামত ও বক্তব্য পেশ করার স্বাধীনতা রয়েছে।

45
তৃণমূলের পাঁচ প্রশ্ন নির্বাচন কমিশনকে
  • ১। SIR কি সত্যি ভোটার তালিকার শুদ্ধিকরণের জন্য করা হচ্ছে নাকি পশ্চিমবঙ্গ ও বাঙালিকেকে নিশানা করতেই SIR? যদি তা না হয় তাহলে অনুপ্রবেশকারী চিহ্নিত করার জন্য অসম, মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম, অরুণাচলপ্রদেশের মত বাংলাদেশ ও মায়ানমার সীমান্ত লাগোয়া রাজ্যগুলিতে কেন এই প্রক্রিয়া হচ্ছে না?
  • ২। ২০২৪ সালের ভোটার তলিকা যদি অবৈধ হত তাহলে সেই ভোটে নির্বাচনিক সরকার কী করে ক্ষমতায় থাকতে পারে?
  • ৩। বিহারে SIR করে কত জন বিদেশি বা অনুপ্রবেশকারীকে চিহ্নিত করতে পেরেছে কমিশন?
  • ৪। বিজেপি নেতারা বারবার বলছে SIR-এর পরে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে এক কোটিরও বেশি নাম বাদ যাবে। কী ভাবে তারা এই দাবি করছে? কমিশন কি বিজেপি নিয়ন্ত্রিত সংস্থায় পরিণত হয়েছে?
  • ৫। মৃতদের নামের তালিকা কমিশনকে দিয়ে তৃণমূল প্রশ্ন করেছে এর দায় কার?
55
ভাতা সংক্রান্ত বিষয়ে

বিএলও-দের ভাতা সংক্রান্ত বিষয়েও আলোচনা হবয়েছে তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে নির্বাচন কমিশনের। BLO ও ERO-দের অতিরিক্ত ভাতার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্ত রাজ্যকে জানান হয়েছিল। কিন্তু নির্দেশ থাকা সত্ত্বেও কোনও টাকা সেই ভাতার জন্য বরাদ্দ করা হয়নি। কমিশন তৃণমূলের প্রতিনিধি দলতে সেই টাকা দ্রুত বরাদ্দ করার আবেদনও জানিয়েছে।

Read more Photos on
click me!

Recommended Stories