- Home
- West Bengal
- West Bengal News
- ১০০% এনুমারেশন ফর্ম জমা না পড়লেই শাস্তি তৃণমূল নেতাদের? SIR নিয়ে কড়া অভিষেক
১০০% এনুমারেশন ফর্ম জমা না পড়লেই শাস্তি তৃণমূল নেতাদের? SIR নিয়ে কড়া অভিষেক
SIR নিয়ে তৎপর তৃণমূল কংগ্রেস। সম্প্রতি তিনি SIR-এর কাজ খতিয়ে দেখতে দলের নেতা মন্ত্রীদের নির্দেশ দিয়েছিলেন। তারপর কেমন কাজ করছেন তৃণমূলের নেতা মন্ত্রীরা, শুরু হয়েছে তারই তথ্য সংগ্রহ।

SIR নিয়ে তৎপর TMC
SIR নিয়ে তৎপর তৃণমূল কংগ্রেস। সম্প্রতি তিনি SIR-এর কাজ খতিয়ে দেখতে দলের নেতা মন্ত্রীদের নির্দেশ দিয়েছিলেন। তারপর কেমন কাজ করছেন তৃণমূলের নেতা মন্ত্রীরা। তারই তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। মূল তৃণমূলের কোন নেতা কেমন কাজ করছেন তাই খতিয়ে দেখার পালা শুরু করেছে রাজ্যের শীর্ষ নেতৃত্ব।
অভিষেকের বার্তা
সম্প্রতি তৃণমূল নেতাদের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি বলেছিলেন, কাজ করতে না পারলে পদে থেকে চেয়ার গরম করার কোনও প্রয়োজন নেই। মূলত রাজ্যে এনমুনারেশন ফর্ম যাতে ১০০ শতাংশ জমা পড়ে তারই বিষয়ে নির্দেশ দিয়েছিলেন তিনি। সেই কাজই দলের নেতারা কেমন করছে তাই খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে।
রিপোর্ট তৃণমূল নেত্রীকে
আগামী ৬ ডিসেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের নেতাদের পারফরম্যান্সের রিপোর্ট দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। তৃণমূল সূত্রের খবর এই রিপোর্ট থেকেই স্পষ্ট হয়ে যাবে বুথ ভিত্তিক ঘাসফুল শিবিরের নেতারা কেমন কাজ করছেন। SIR-এর পারফরম্যান্সের ভিত্তিতেই তৃণমূল নেতাদের ভবিষ্যৎ নির্ভর করছে।
শাস্তির খাঁড়া
তৃণমূল সূত্রের খবর এনুমারেশন ফর্ম ১০০ শতাংশ জমা দেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। দলের স্বার্থে তৃণমূলের যে নেতারা ভাল কাজ করবেন তাদের পুরষ্কৃত করা হবে। কিন্তু দলের স্বার্থে যে নেতারা ঠিকঠাক কাজ করবেন না তাদের কপালে ঝুলছে শাস্তিরখাঁড়া।
কেন ১০০% ?
এনুমারেশন ফর্ম ১০০% জমা করার বিষয়ে অনেকেই কূটনীতি দেখছেন। কারণ এই ফর্ম কেউ জমা না দিলে পরবর্তী সময়ে ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রবল সমস্যায় পড়তে হবে। নাম বাদ পড়ার আশঙ্কাও রয়েছে। তাই ফর্ম ফিলাপ করার পরে কোনও ব্যক্তিকে যদি হিয়ারিং-এর জন্য ডাকা হয় তাহলে প্রয়োজনীয় নথি দিয়ে তৃণমূল সহযোগিতা করতে পারবে। পাশাপাশি এনুমারেশন ফর্মকে সামনে রেখে স্থানীয় নেতাদের জনসংযোগের ওপরও জোর দিয়েছেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।

