‘রেলে চাকরি পাইয়ে দেবো’, চমকদার অফার সম্পর্কে মেট্রো রেলের তরফ থেকে কী বললেন ঊষা উত্থুপ?

কীভাবে একমাত্র পদ্ধতির দ্বারা ভারতীয় রেলে চাকরি পাওয়া যাবে, সেই পদ্ধতিটিও জানিয়েছেন ঊষা উত্থুপ।

‘সাফল্য পাওয়ার মূল চাবিকাঠি কী? আমি বলব, কঠোর পরিশ্রম এবং ক্রমাগত অনুশীলন’, কলকাতা মেট্রো রেলের পক্ষ থেকে সম্প্রতি একটি সচেতনতামূলক ভিডিওতে এমনই বার্তা দিলেন ভারতের প্রথিতযশা সঙ্গীতশিল্পী ঊষা উত্থুপ। সোশ্যাল মিডিয়ায় মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে সাধারণ মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্ক বার্তা বারবার দেওয়া হচ্ছে, এবার সেই সম্পর্কেই এই ধরনের ভিডিওতে প্রচারকাজে হাত মেলালেন ঊষা উত্থুপ।

কলকাতা মেট্রোয় চাকরি পাইয়ে দেওয়ার নাম করে বিগত কয়েক বছর ধরেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়, বিশেষ করে কলকাতার পার্শ্ববর্তী জেলাগুলি থেকে অভিযোগ উঠেছে যে, কম বয়সী তরুণ তরুণীদের টার্গেট করে ঠকিয়ে তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকরা। মেট্রো রেল কর্তৃপক্ষ প্রথমে বিষয়টি সম্পর্কে একেবারেই অবগত ছিল না। পরবর্তীকালে প্রতারণা চক্রটি বড় হয় এবং প্রতারণার পরিধিও ব্যাপকভাবে বৃদ্ধি পায়। প্রচুর মানুষ মোটা অঙ্কের টাকা খুইয়ে মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে চাকরি পাওয়ার জন্য যোগাযোগ করার চেষ্টা করেন এবং এর ফলেই বিষয়টি নজরে আসে। তখন থেকেই মেট্রো রেলে চাকরি পাইয়ে দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতির বিরুদ্ধে প্রচার চালানো শুরু করা হয়।

Latest Videos

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সঙ্গীতশিল্পী ঊষা উত্থুপ ভুয়ো চাকরির অফার সম্পর্কে সাধারণ মানুষকে সতর্ক করে বলেছেন, “চারিদিকে অনেক ধরনের দালাল ঘুরে বেরায়, যারা আপনাকে বলতে পারে যে, আপনাকে ভারতীয় রেল দফতরে খুব ভালো চাকরি পাইয়ে দেবো। এদের থেকে দূরে থাকুন। এদের দ্বারা একেবারেই বোকা হবেন না, ঠিক আছে?” চাকরি পাইয়ে দেওয়ার নাম করে ঠকানো ঠগবাজদের থেকে দূরত্ব বজায় রাখার পাশাপাশি কীভাবে ভারতীয় রেলে চাকরি পাওয়া যাবে, সেই পদ্ধতিটিও জানিয়েছেন ঊষা উত্থুপ। তিনি বলেছেন, “ভারতীয় রেলে ভালো চাকরি পাওয়ার একমাত্র পথ হল সঠিক পদ্ধতি মেনে চাকরির আবেদন করা। আর সেটা হতে পারে একমাত্র আরআরবি (RRB) এবং আরআরসি (RRC)-এর মাধ্যমে।”
 

 

আরও পড়ুন- 
আবার ঘনাচ্ছে মহামারীর ছায়া, মাত্র এক সপ্তাহে সাড়ে ৬ কোটিরও বেশি মানুষ করোনায় আক্রান্ত
সেলফি তুলতে গিয়ে পড়ে গেছে ১ লাখ টাকার ফোন, ২১ লক্ষ লিটার জল ছেঁচে ফেলার আদেশ দিলেন সরকারি অফিসার

নিজে হাসপাতালে গিয়ে এগরার বিস্ফোরণে আহতদের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Share this article
click me!

Latest Videos

জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today