সংক্ষিপ্ত
করোনার নতুন প্রজাতি এক্স বি বি ভ্যারিয়েন্টের দাপটে চিন দেশ জুড়ে এখন আতঙ্কের ছায়া। হুড়মুড়িয়ে ভ্যাকসিন দেওয়ার উদ্যোগ নিচ্ছে প্রশাসন।
৩ বছর আগেই মহামারীর চূড়ান্ত রূপ দেখেছে সারা বিশ্ব। করোনার কামড়ে পৃথিবী জুড়ে প্রাণ হারিয়েছেন কোটি কোটি মানুষ। সেই মহামারীর ঢেউ বারেবারেই রূপ বদলে ফিরে আসছে মাসের পর মাস ধরে। ২০২৩ সালে আবার নতুন উপসর্গ নিয়ে মারাত্মক আকার নিয়েছে কোভিডের ওমিক্রন প্রজাতির নয়া ভ্যারিয়েন্ট এক্স বি বি (XBB omicron subvariant)। সারা দেশ জুড়ে মাত্র ১ সপ্তাহের মধ্যে আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে ৬ কোটি মানুষ!
ভয়ঙ্কর কোভিড পরিস্থিতি ঠেকাতে দেশ জুড়ে হুড়মুড়িয়ে ভ্যাকসিন দেওয়ার উদ্যোগ নিচ্ছে চিন প্রশাসন। চীনা মহামারী বিশেষজ্ঞ ঝং নানশান সোমবার জানিয়েছেন যে, XBB omicron সাবভেরিয়েন্টের ছড়িয়ে পড়া আটকাতে দুটি নতুন টিকাকে প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছে। এই দুটি ভ্যাকসিন দ্বারা ওমিক্রন এক্স বি বি প্রজাতির মোট তিনটি রূপ, XBB 1.9.1, XBB 1.5 এবং XBB 1.16, তিনটি নতুন প্রজাতিকেই রুখে দেওয়া সম্ভব হতে পারে। সংবাদমাধ্যমকে তিনি এ-ও জানিয়েছেন যে, এই দুটির পাশাপাশি আরও তিন- চারটি টিকাকে অনুমতি দেওয়া হবে খুব তাড়াতাড়ি।
চিন দেশের কর্মকর্তারা দাবি করেছেন যে, করোনার নতুন তরঙ্গ খুব কম ভয়াবহ হতে পারে। তবে, এই দেশের জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বিশ্বাস করছেন যে, দেশে বিশাল সংখ্যক বৃদ্ধ মানুষদের মধ্যে মৃত্যুহার অনেক বেড়ে যেতে পারে। আরেকটি ভয়ঙ্কর মাহামারীর ঢেউ এড়াতে, একটি জোরালো বুস্টার ভ্যাকসিন প্রোগ্রাম এবং হাসপাতালে অ্যান্টিভাইরাল ওষুধ সরবরাহ প্রস্তুত রাখা অপরিহার্য।
আরও পড়ুন-
সেলফি তুলতে গিয়ে পড়ে গেছে ১ লাখ টাকার ফোন, ২১ লক্ষ লিটার জল ছেঁচে ফেলার আদেশ দিলেন সরকারি অফিসার
নিজে হাসপাতালে গিয়ে এগরার বিস্ফোরণে আহতদের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
আপনি কি সোজা হয়ে শুয়ে ঘুমোলে ভয়ের স্বপ্ন দেখে বোবা হয়ে যান? জেনে নিন এর থেকে নিষ্কৃতি পাওয়ার উপায়