Vande Bharat: বন্দে ভারত এক্সপ্রেসে পাথর বৃষ্টির NIA তদন্তের দাবি শুভেন্দুর, টানলেন 'জয় শ্রীরাম' প্রসঙ্গ

Published : Jan 03, 2023, 03:57 PM IST
VANDE BHARAT

সংক্ষিপ্ত

বন্দে ভারত এক্সপ্রসে ট্রেনে পাথর বৃষ্টির এনআইএ তদন্দের দাবি বিজেপি নেতার। বললেন জয় শ্রীরাম স্লোগান দেওয়ার প্রতিশোধ নেওয়া হয়েছে।

যাত্রা শুরুর মাত্র দুই দিলের মধ্যেই হাওড়া-নিউজলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে পাথর ছোঁড়া হয়। মালদা জেলায় এই ঘটনা ঘটেছে। আর তাই নিয়ে বর্তমানে রাজ্য রাজনীতি উত্তাল। বিজেপি এই ঘটনার এনআইএ তদন্তের দাবি জানিয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপির নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর দাবি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে জয় শ্রীরাম স্লোগান দেওয়ার প্রতিশোধ!

সোমবার সন্ধ্যায় মালদা শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে কুমারগঞ্জ রেলস্টেশনের কাছে বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে পাথর বৃষ্টি হয়। তাতে ট্রেনের দরজার কাচ ভেঙে যায়। হতে ঘটনা কোনও যাত্রী আহত হয়নি বলে জানিয়েছে রেলের এক আধিকারিক। তিনি আরও জানিয়েছেন এই ঘটনায় ২২৩০৩ বন্দে ভারত এক্সপ্রেসের কোচ নম্হর C-13-র কাচের দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে। কুমারগঞ্জ উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়েলের কাটিহার বিভাগের অধীনে পড়ে। রেল সূত্রের খবর এই ঘটনা ঘটে সোমবার সন্ধ্যে ৫টা ৩০ মিনিটে। কিন্তু তারপরেই ট্রেনটি থামান হয়নি। এটি নির্ধারিত স্টেশন মালদা টাইনে-ই থামান হয়।

মালদা টাউন রেলওয়ে স্টেশনের দায়িত্বে থাকা জিআরপি-র আইজি প্রশান্ত রাই জানিয়েছেন, আরপিএফ ঘটনার তদন্ত শুরু করেছে।

গত ৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি এই ট্রেনের যাত্রা শুরু করেন। সবুজ পতাকা উড়িয়ে যাত্রা সূচনা হয়। হাওড়া স্টেশনে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তাঁকে দেখে অনুষ্ঠানে উপস্থিত অনেকেই 'জয় শ্রীরাম' স্লোগান দেয়। তাতে রীতিমত অস্বস্তিতে পড়েন মুখ্যমন্ত্রী। তিনি মেজাজ হারিয়ে অনুষ্ঠান মঞ্চে উঠতেই রাজি হননি। দর্শকের আসন থেকেই অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। যদিও তাঁকে শান্ত করার চেষ্টা করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ রাজ্যপাল সিভি আনন্দ বোস।

এই ঘটনাটি একটি বড় বিতর্কের সৃষ্টি করেছিল, তৃণমূল কংগ্রেস একটি সরকারী অনুষ্ঠানে "রাজনৈতিক স্লোগান" উত্থাপনের ব্যতিক্রম গ্রহণ করে, প্রধানমন্ত্রীর মায়ের মৃত্যুকে আরও গাম্ভীর্যপূর্ণ করেছিল, যখন বিজেপি ঘটনাটিকে ছোট করার চেষ্টা করেছিল, বৈষ্ণব বলেছেন যে পার্টি কর্মীরা প্রায়শই স্লোগান দেয় বলে কোনও ক্ষোভ সৃষ্টি করার মতো কিছুই ঘটেনি।

বন্দে ভারত এক্সপ্রেসের পাথর বৃষ্টির পরেই শুভেন্দু অধিকারী সেই প্রসঙ্গ টেনে এনেছেন। বলেছেন, হাওড়া স্টেশনে উদ্বোধনী অনুষ্ঠানে 'জয় শ্রী রাম' স্লোগান উত্থাপনের জন্য ঘটনাটি 'প্রতিশোধ' কিনা তা নিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধীদলীয় নেতা এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারী অবাক হয়েছিলেন। 'দুর্ভাগ্যজনক এবং অসুস্থ। বিশ্বব্যাংকের মালদা জেলায় ভারতের গর্ব বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোঁড়া হয়েছে। উদ্বোধনী দিনে 'জয় শ্রী রাম' স্লোগান দেওয়ার জন্য এটা কি প্রতিশোধ?' পাশাপাশি তিনি গোটা ঘটনার এনআইএ তদন্তের দাবিও জানিয়েছেন তিনি। অপরাধীদের গ্রেফতারের দাবিও জানিয়েছেন।

আরও পড়ুনঃ

দিল্লির কানঝাওয়ালার মহিলার কি যৌন হেনস্থা হয়েছিল? সামনে এল অটোপসি রিপোর্ট

বন্দে ভারত এক্সপ্রেসে হামলার ঘটনায় ক্ষোভ যাত্রীদের মধ্যেও, রাজ্য সরকারের কাছে সঠিক পদক্ষেপ নেওয়ার আর্জি

Vande Bharat Express: বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে পাথর-বৃষ্টি, ভাঙল দরজার কাচ

PREV
click me!

Recommended Stories

'বকেয়া বঞ্চনায় কেন্দ্রের শর্ত অসম্মানজনক', কাগজ ছিঁড়ে প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের
Purba Medinipur: এক ঘণ্টায় বিজেপিকে ‘সাফ’ করার হুমকি তৃণমূল নেতাদের! পাল্টা দিয়ে চরম কটাক্ষ বিজেপির