প্রাথমিকে ১১ জনের নাম সুপারিশ! সিবিআই-এর নথি নিয়ে কী বলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ

সংক্ষিপ্ত

ভারতী ঘোষ বলেছেন, যদি কোনও জায়গা থেকে নাম এসে থাকে ভাই আমাকে ডাকুন। আমার সঙ্গে কথা বলুন। কথা নেই বার্তা নেই। আপনারা যা ইচ্ছে তাই করবেন

 

একটা সময় তিনি ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) স্নেহভাজন। প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে 'মা' বলে সম্বোধন করেছিলেন। তারপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে। বর্তমানে তিনি বিজেপির (BJP) নেত্রী। বিজেপির টিকিকে একাধিকবার ভোটে ভাগ্য পরীক্ষা করেছেন। কিন্তু কোনওবারই সফল হননি। তিনি রাজ্যের প্রাক্তন পুলিশকর্তা ভারতী ঘোষ (Bharati Ghosh)। কিন্তু এবার তিনি চরম বিড়ম্বনায় বড়েছেন। বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা তদন্তকারী সংস্থা সিবিআই (CBI) রাজ্যের সবথেকে চর্চিত নিয়োগ দুর্নীতি মামলার চার্জশিটে নাম দিল ভারতীয় ঘোষের। সিবিআই প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলার চার্জশিটে নাম দিল প্রাক্তন পুলিশ কর্তার। যদিও এই নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতী ঘোষ।

ভারতী ঘোষ বলেছেন, 'যদি কোনও জায়গা থেকে নাম এসে থাকে ভাই আমাকে ডাকুন। আমার সঙ্গে কথা বলুন। কথা নেই বার্তা নেই। আপনারা যা ইচ্ছে তাই করবেন? চাকরি জীবনে বহু মানুষের উপকার করেছি। তবে সবটাই আইনের গণ্ডীর মধ্যে থেকে।' ভারতী ঘোষ আরও বলেছেন, চাকরি জীবনে তিনি অনেক মানুষের সমস্যা সমাধান করেছেন, কারও রেজাস্ট আটকে রয়েছে বা পরীক্ষা সংক্রান্ত সমস্যা হয়েছে, তাদের জন্য প্রয়োজনীয় জায়গায় সুপারিশ করেছেন। কিন্তু পরীক্ষা না দেওয়া প্রার্থী বা পরীক্ষায় ফেল করা প্রার্থীকে পাস করিয়ে দেওয়ার সুপারিশ কখনও করেননি। তিনি আরও বলেছেন, এদিন সকালবেলা খবরটা দেখেই তিনি চিন্তাভাবনা শুরু করেছেন। তখনই তাঁর একটি মেয়ের নাম পড়েছে। ভারতী ঘোষ বলেছেন, ' বিষ্ণুপুর থেকে একটা মেয়ে এসেছিল। তার মেদিনীপুরে সেন্টার পড়েছিল। কিন্তু, সে বাঁকুড়া বিষ্ণুপুর সেন্টার চেয়েছিল। তার বাড়িতে কে একজন খুব অসুস্থ ছিল। তখন হয়তো আমি লিখে থাকতে পারি বা বলে থাকতে পারি। কিন্তু, মানুষের উপকার করতে গিয়ে চার্জশিটে নাম ঢুকিয়ে দেবে...। সেটা তো ভাবিনি কখনও। আমি সিবিআইকে বলব, কাম আউট ক্লিন। যা আছে বের করুন না সবার সামনে। একটু দেখি, বুঝি। একটা নাম ঢোকাচ্ছেন। একটা রেপুটেশনে দাগ লাগানোর চেষ্টা করছেন। করবেন না। ভারতী ঘোষ কাউকে ভয় পায় না। জীবনে ভয় পায়নি, এখনও ভয় পায় না। '

Latest Videos

নিয়োগ দুর্নীতি মামলার চার্জশিটে ভারতী ঘোষের নামের সঙ্গেই রয়েছে বর্তমানে বিজেপি নেতা দিব্যেন্দু অধিকারীর নামও। সিবিআই-এর হাতে এসেছে একটি নথি যেখানে ৩২৪ জনের নামের সুপারিশরয়েছে। সুপারিশকারীর নাম ও পদাধিকার লেখা রয়েছে ওপরে। সেখানেই রয়েছে ভারতী ঘোষ ও দিব্যেন্দু অধিকারীর নাম। ভারতী ঘোষের নামের পাশে লেখা রয়েছে এসপি। সিবিআইর নথি অনুযায়ী তিনি সুপারিশ করেছেন ৪ জনের নাম। আর দিব্যেন্দু অধিকারীর নামের পাশে রয়েছে সাংসদ লেখা। তিনি ১১ জনের নাম সুপারিশ করেছেন। যদিও এই বিষয়ে দিব্যেন্দু অধিকারী কোনও প্রতিক্রিয়া দেননি।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Rajeev Chandrashekar: মুনাম্বামের প্রতিবাদ শিবিরে রাজীব চন্দ্রশেখর, দেখুন ভিডিও
Canning News: পাওনাদারদের গালিগালাজ, হাতে নেই চাকরি! মানসিক চাপে চরম পদক্ষেপ শিক্ষিকার