মমতার বক্তব্য মিথ্যা আর মানহানিকর, মুখ্যমন্ত্রীকে আইনি নোটিশ পরিচালক বিবেক অগ্নিহোত্রীর

মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্যা কাশ্মীর ফাইলস নিয়ে মন্তব্য মিথ্যা আর মানহানিকর। এই অভিযোগে মুখ্যমন্ত্রীকে আইনি নোটিশ পরিচালক বিবেক অগ্নিহোত্রীর।

 

Web Desk - ANB | Published : May 9, 2023 9:43 AM IST

' দ্যা কেরালা স্টোরি' নিষিদ্ধ ঘোষণা করেছেন সোমবার। তারপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আইনি লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছেন ছবির প্রযোজক বিপুল শাহ। এবার সেই পথেই হাঁটলেন আরও এক বিতর্কিত পরিচালক বিবেক অগ্নিহোত্রী। তিনি আর হুঁশিয়ারি দেননি। সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন বলে নিজের সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছেন। তাঁর তৈরি ছবি 'দ্যা কাশ্মীর ফাইলস' ও আপকামিং ছবি ' দ্যা দিল্লি ফাইলস' নিয়ে মন্তব্যের জন্যই তিনি মমতার বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন।

বিবেক অগ্নিহোত্রী জানিয়েছেন, তিনি, অভিষেক আগরওয়াল, পল্লবী যোগী একসঙ্গে মমতা বন্দ্যোপাধ্য়ায়কে আইনি নোটিশ পাঠিয়েছেন। তাঁর অভিযোগ মমতা তাঁদের ছবি দ্যা কাশ্মীর ফাইলস' ও আপকামিং ছবি ' দ্যা দিল্লি ফাইলস' কে বদাম করার জন্য মিথ্যা আর অত্যান্ত মানহানিকর বিবৃতি দিয়েছেন । আর সেই কারণেই তিনি মমতার বিরুদ্ধে আইনি লড়াই লড়তে চান।

Latest Videos

 

 

যাইহোক এখনও পর্যন্ত রাজ্য সরকার এই বিষেয়ে কোনও প্রতিক্রিয়া জানায়নি। কিন্তু গতকালই বিবেক অগ্নিহোত্রী সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক সম্মেলনের ভিডিও পোস্ট করেছিলেন। সেখানে তিনি বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যা তার কথাই বলেছেন। তিনি আরও বলেছেন, গণহত্যার মুখ থেকে যারা ফিরে আসতে পেরেছিলেন তাদের সাক্ষাৎকার নিতে তিনি কলকাতায় এসেছিলেন। সেই সময় 'গোপাল পাঠার' ভূমিকাও জানতে এসেছিলেন। তাতে কেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ভয় পাচ্ছেন তা জানতে চান তিনি। তিনি আরও বলেন, 'দ্যা কাশ্মীর ফাইলস'ছিল গণহত্যা আর সন্ত্রাস নিয়ে। কিসের ভিত্তিকে মমতা বন্দ্যোপাধ্যায় কাশ্মীরের জনগণকে অপমান করা করা হয়েছে বলেও মনে করেন মমতা। বিবেক প্রশ্ন তোলেন, কোনও রাজনৈতিক দলের অর্থ সংগ্রহকে কেন মমতা বিদ্বেষপূর্ণ বলে মনে করছেন। গতকালই বিবেক মমতার বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছিলেন। তিনি আরও বলেন, তাঁর আগামী ছিল ' দ্যা দিল্লি ফাইলস' বেঙ্গল ফাইল নয়। তাঁকে কেউ চুপ করাতে পারবে না বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন বিবেক। বিবেকের এই বার্তা গতকালই রিটুইট করেছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

 

 

দ্যা কাশ্মীর ফাইলস' নিয়ে বিতর্ক দীর্ঘ দিনের। মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিতর্কই নতুন করে উস্কে দিয়েছিলেন গতকাল। সোমবার নবান্নে বসেই মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে 'দ্যা কেরালা স্টোরি'দেখানো যাবে না বলে জানিয়ে দেন। সেই সময়ই তিনি বলেছিলেন, এই জাতীয় সিনেমাগুলি একটি নির্দিষ্ট সম্প্রদায়কে হেয় করার জন্য তৈরি করা হচ্ছে। এই ছবিগুলির মাধ্যমে আগুন নিয়ে খেলা হচ্ছে। এই প্রসঙ্গে তিনি বিবেক অগ্নিহোত্রীর 'দ্যা কাশ্মীর ফাইলস' ও আপকামিং ছবি ' দ্যা দিল্লি ফাইলস' কথা বলেন। যা নিয়েই এদিন মমতা বন্দ্যোপাধ্য়ায়কে আইনি নোটিশ পাঠিয়েছেন বলিউডের পরিচালক। মমতা গতকাল কথা প্রসঙ্গে 'দ্যা কাশ্মীর ফাইলস' ছবিটির প্রসঙ্গও উত্থাপন করেন। তিনি বলেন রাজনৈতিক দলগুলি আগুন নিয়ে খেলছে। তাঁর কথায় বর্তমানে জাতি ধর্ম নিয়ে ভেদাভেদ তৈরি করা হচ্ছে একটি বিশেষ সম্প্রদায়কে হেনস্থা করার হচ্ছে বলেও অভিযোগ করেন মমতা। তিনি এজাতীয় কাজ সমর্থন করবেন না বলেও জানিয়েছেন। কড়াভাবে এর প্রতিবাদ করবেন।

আরও পড়ুনঃ

The Kerala Story Ban: আইনি লড়াই হবে বলে রাজ্যকে হুঁশিয়ারি দ্য কেরালা স্টোরি-র প্রযোজকের

The Kerala Story: কেন দ্যা কেরালা স্টোরি রাজ্যে নিষিদ্ধ? প্রশ্ন তুলে মমতাকে তোপ শুভেন্দু- অমিত মালব্যর

The Kerala Story: রাজ্যের আইনশৃঙ্খলার জন্য বিপজ্জনক, নিষিদ্ধ করা হল দ্যা কেরালা স্টোরি

 

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

ঘটনাকে চাপছে কারা! কার ভয়ে মুখ খুলছে না সঞ্জয়! ভালো করে দেখুন | RG Kar Case | Kolkata Doctor News
ঠাকুর দেখার নাম করে যুবতীর সঙ্গে কুকর্ম! আতঙ্ক নরেন্দ্রপুরে! | South 24 Parganas News Today
'পাথর নিয়ে হামলাকারীদের জন্নত নয়, জাহান্নামে পাঠিয়েছি' বিস্ফোরক যোগী আদিত্যনাথ | Yogi Aditiyanath
'আমাদের নাম কেটে যাদের পাকা বাড়ি আছে তাদের আবাসের বাড়ি দিচ্ছে' দুর্নীতির অভিযোগ | Purba Bardhaman
Virat Kohli: ৫০ ফুটের বিরাট! কোহলির ৩৬ তম জন্মদিন পালনে সাঁতরাগাছিতে মহোৎসব! | Howrah News Today