বিশ্বকর্মা পুজোতেও এবার মিলবে সরকারি ছুটি, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Published : Sep 11, 2025, 07:09 AM IST

Mamata Banerjee On WB Govt Holidays: সামনের সপ্তাহেই বুধবার ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো। আর এবার বিশ্বকর্মা  পুজো উপলক্ষে বাংলার পরিযায়ী শ্রমিকদের কথা মাথায় রেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিশদে জানতে দেখুন ফটো গ্যালারি…

PREV
15
পরিযায়ী শ্রমিকদের জন্য বড় ঘোষণা

উৎসবের মরশুম শুরুর আগেই বাংলার পরিযায়ী শ্রমিকদের কথা ভেবে সোশ্যাল মিডিয়ায় তাঁদের জন্য বড় সিদ্ধান্তের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে তিনি উত্তরবঙ্গ সফরে রয়েছেন। সেখান থেকেই তিনি নতুন এই সিদ্ধান্তের ঘোষণার কথা জানিয়েছেন। 

25
কী সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী?

জানা গিয়েছে, আগামী সপ্তাহেই ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো। বুধবার বিশ্বকর্মা পুজো উপলক্ষে এবার সরকারি ছুটির কথা ঘোষণা করেছেন তিনিয মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন যে, বাংলার পরিযায়ী শ্রমিকদের স্বার্থের কথা  ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারফলে আগামী বুধবার বিশ্বকর্মা পুজো উপলক্ষে সরকারি ছুটি থাকবে। 

35
সোশ্যাল মিডিয়ায় পোস্ট মুখ্যমন্ত্রীর

বিশ্বকর্মা পুজো উপলক্ষে রাজ্য সরকারি ছুটির কথা জানিয়ে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি লেখেন, ‘’এখন বিজেপি-শাসিত রাজ্যগুলোতে শুধু মাতৃভাষায় কথা বলার জন্য বাঙালিদের হেনস্থা করছে যার মধ্যে অসংখ্য রাজবংশী, আদিবাসী, মতুয়া সম্প্রদায়ের মানুষও আছেন। ২৪ হাজারের বেশি বাঙালি বিভিন্ন জায়গায় অত্যাচারিত হয়ে বাংলায় ফিরে এসেছেন। আমরা তাঁদের আপন করে নিয়েছি। পরিযায়ী শ্রমিকদের জন্য চালু করেছি 'শ্রমশ্রী' প্রকল্প। এ বছর থেকে পরিযায়ী শ্রমিকদের সম্মানে আমরা বিশ্বকর্মা পুজোর দিনটিকে সরকারি ছুটি ঘোষণা করলাম।''

45
বিশ্বকর্মা পুজোর দিন সরকারি ছুটি
55
পরিযায়ী শ্রমিকদের জন্য একগুচ্ছ ঘোষণা

বর্তমানে উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে বিশ্বকর্মা পুজো উপলক্ষে আগামী সপ্তাহে সরকারি ছুটি ঘোষণার পাশাপাশি আগেই তিনি পরিযায়ী শ্রমিকদের স্বার্থে একাধিক পদক্ষেপের কথা জানিয়েছিলেন। ভিনরাজ্যে কাজে গিয়ে বাঙালি শ্রমিকদের যাতে আর হেনস্থা না হতে হয় তার জন্য গত মাসেই শ্রমশ্রী প্রকল্পের মাধ্যমে পরিযায়ী শ্রমিকদের মাসিক পাঁচ হাজার টাকা ভাতা দেওয়ার কথা ঘোষণা করেন। আর এবার পরিযায়ী শ্রমিকদের কথা ভেবে বিশ্বকর্মা পুজোয় তাদের জন্য ছুটি ঘোষণা রাজ্য সরকারের। 

Read more Photos on
click me!

Recommended Stories