OBC Reservation Update News: ওবিসি সংরক্ষণ নিয়ে রাজ্য সরকারের বড় সিদ্ধান্ত। কলকাতা হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে নতুন জাতি সংরক্ষণ নিয়ে একগুচ্ছ সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার।
কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে মান্যতা দিয়ে ওবিসি সংরক্ষণ নিয়ে নতুন বিধি তৈরি করেছে রাজ্য সরকার। প্রকাশ্যে OBC সংরক্ষণ নিয়ে রাজ্যের নয়া নিয়ম।
28
কমল ওবিসি সংরক্ষণ তালিকায় জাতির সংখ্যা
সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে নতুন বিধি তৈরি নিয়ে আলোচনা হয়। ওবিসি সংরক্ষণ তালিকায় আগে যে ৬৬ টি জাতি ছিল, তা কমিয়ে ৬৪ করা হয়েছে।
38
৭৬ নতুন জাতিকে সংযুক্ত
শুধু তাই নয়, আরজ জানা গিয়েছে যে, নতুন করে সেই তালিকায় যুক্ত করা হয়েছে আরও ৭৬ নতুন জাতিকে। ফলে সব মিলিয়ে জাতির সংখ্যা দাঁড়াল ১৪০।
গত বছরের মে মাসে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ ২০১০ সালের পরে রাজ্যে ইস্যু হওয়া ৭৭ টি সম্প্রদায়ের সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করার নির্দেশ দেয়।
58
হাইকোর্টের নির্দেশ
যার জেরে রাজ্যে প্রায় ১২ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে যায়। এবং নতুন করে সমীক্ষা করে 'পশ্চিমবঙ্গ কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস' কে তালিকা দেওয়ার নির্দেশও দিয়েছিল হাইকোর্ট।
68
সুপ্রিম কোর্টে রাজ্য সরকার!
সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। গত মার্চ মাসে সুপ্রিম কোর্টে সেই মামলার শুনানিতে রাজ্য জানায়, কারা ওবিসি সম্প্রদায় ভুক্ত হবে, তার সার্ভে ইতিমধ্যেই শুরু হয়েছে।
78
কবে মামলার পরবর্তী শুনানি ?
'পশ্চিমবঙ্গ কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস' তা খতিয়ে দেখছে। তা সম্পূর্ণ হতে তিন মাস সময় লাগবে। তাই আগামী জুলাই মাসে মামলার পরবর্তী শুনানির জন্য সর্বোচ্চ আদালতে আবেদন জানায় রাজ্য। রাজ্যের আবেদন মেনে সর্বোচ্চ আদালত জানিয়ে দেয় যে, জুলাই মাসেই এই মামলার পরবর্তী শুনানি হবে।
88
নতুন ওবিসি তালিকা নিয়ে বড় নির্দেশ ?
অপরদিকে, ওবিসি'র নতুন সমীক্ষাকে চ্যালেঞ্জ করে আবার কলকাতা হাইকোর্টে সম্প্রতি নতুন করে একটি মামলা হয়েছে। কী পদ্ধতিতে সমীক্ষা করে নতুন ওবিসি তালিকা তৈরি করা হবে, 'রাজ্য ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন’-কে তা জানাতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সেই মামলার শুনানি রয়েছে আগামী ১৯ জুন।