Bratya Basu On Holi: বাংলার সম্প্রীতি নষ্ট হতে দেবেন না মুখ্যমন্ত্রী, দাবি ব্রাত্যর

Published : Mar 14, 2025, 05:35 PM IST
Education Minister Bratya Basu gave a strong response to the Jadavpur University incident bsm

সংক্ষিপ্ত

সম্প্রীতির বার্তা দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন,''আজ সব রং মিশে গিয়েছে, নির্দিষ্ট কোন রং নেই। পাশাপাশি তিনি আরও বলেন, বাংলা সম্প্রীতির জায়গা।

কলকাতা: রঙের উৎসবে সম্প্রীতির বার্তা দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন,''আজ সব রং মিশে গিয়েছে, নির্দিষ্ট কোন রং নেই। পাশাপাশি তিনি আরও বলেন, বাংলা সম্প্রীতির জায়গা। বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করতে চাইল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তা করতে দেবেন না। শুধু তাই নয়, শুক্রবার দোলের দিন আমজনতার সঙ্গে রঙের উৎসবে মাতলেন রাজ্যের দুই মন্ত্রী ব্রাত্য বসু ও চন্দ্রিমা ভট্টাচার্য।

জানা গিয়েছে, শুক্রবার রঙের উৎসবে সামিল হন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। নিজের বিধানসভা এলাকার দক্ষিণ দমদম পৌরসভার ১৪ নং ওয়ার্ডের পৌর প্রতিনিধির আয়োজিত দোল উৎসবে রংয়ের আনন্দে মেতে ওঠেন রাজ্যের শিক্ষামন্ত্রী (Bratya Basu)। এদিন প্রভাত ফেরিতে অংশ নিয়ে এলাকাবাসীর সঙ্গে রংয়ের উৎসবে সামিল হন তিনি। পাশাপাশি রঙের উৎসবে অংশগ্রহণ করে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ''বিজেপি (BJP Bengal) ধর্ম নিয়ে রাজনীতি করতে চাইলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamta Banerjee) তা করতে দেবেন না।'' তিনি আরও বলেন, ''মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদনে সারা দিয়ে সর্বত্রই মানুষজন ভেষজ আবীর নিয়ে দোল উৎসবে মেতেছেন (West Bengal Holi Festivals)।''

সূত্রের খবর, টাটকা ফুল নয়, বাড়িতে পুজো হয়ে যাওয়ার পর সেই ফুল সংগ্রহ করে নিয়ে তার পাপড়ি দিয়ে এরারুটকে মিশিয়ে তৈরি করা হয় বিশেষ ধরনের আবির। সেই আবির দিয়ে তার উত্তর দমদম বিধানসভা কেন্দ্রে মহিলারা দোল খেলেন বলে এদিন জানান রাজ্যের অর্থ দফতরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

তিনি আরও বলেন,''যৌবনে দোল (Dol Yatra 2025) একরকম থাকে। প্রবীণ কালে হোলির রং আরেক রকম হয়। রাজনীতিতে আলাদা আলাদা রং থাকবে তা সংবিধান বলে। কিন্তু হোলি উৎসব হচ্ছে সব রংকে মিলিয়ে দেওয়া। যেখানে কোনও ভেদাভেদ থাকবে না। রাজনীতি থাকবে না (West Bengal Politics News)। তার দল বিশ্বাস করে, সব দল থাকবে। এক দেশ একদল হবে না (One Nation one vote)।''

PREV
click me!

Recommended Stories

'বকেয়া বঞ্চনায় কেন্দ্রের শর্ত অসম্মানজনক', কাগজ ছিঁড়ে প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের
Purba Medinipur: এক ঘণ্টায় বিজেপিকে ‘সাফ’ করার হুমকি তৃণমূল নেতাদের! পাল্টা দিয়ে চরম কটাক্ষ বিজেপির