Bratya Basu On Holi: বাংলার সম্প্রীতি নষ্ট হতে দেবেন না মুখ্যমন্ত্রী, দাবি ব্রাত্যর

সম্প্রীতির বার্তা দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন,''আজ সব রং মিশে গিয়েছে, নির্দিষ্ট কোন রং নেই। পাশাপাশি তিনি আরও বলেন, বাংলা সম্প্রীতির জায়গা।

কলকাতা: রঙের উৎসবে সম্প্রীতির বার্তা দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন,''আজ সব রং মিশে গিয়েছে, নির্দিষ্ট কোন রং নেই। পাশাপাশি তিনি আরও বলেন, বাংলা সম্প্রীতির জায়গা। বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করতে চাইল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তা করতে দেবেন না। শুধু তাই নয়, শুক্রবার দোলের দিন আমজনতার সঙ্গে রঙের উৎসবে মাতলেন রাজ্যের দুই মন্ত্রী ব্রাত্য বসু ও চন্দ্রিমা ভট্টাচার্য।

জানা গিয়েছে, শুক্রবার রঙের উৎসবে সামিল হন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। নিজের বিধানসভা এলাকার দক্ষিণ দমদম পৌরসভার ১৪ নং ওয়ার্ডের পৌর প্রতিনিধির আয়োজিত দোল উৎসবে রংয়ের আনন্দে মেতে ওঠেন রাজ্যের শিক্ষামন্ত্রী (Bratya Basu)। এদিন প্রভাত ফেরিতে অংশ নিয়ে এলাকাবাসীর সঙ্গে রংয়ের উৎসবে সামিল হন তিনি। পাশাপাশি রঙের উৎসবে অংশগ্রহণ করে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ''বিজেপি (BJP Bengal) ধর্ম নিয়ে রাজনীতি করতে চাইলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamta Banerjee) তা করতে দেবেন না।'' তিনি আরও বলেন, ''মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদনে সারা দিয়ে সর্বত্রই মানুষজন ভেষজ আবীর নিয়ে দোল উৎসবে মেতেছেন (West Bengal Holi Festivals)।''

Latest Videos

সূত্রের খবর, টাটকা ফুল নয়, বাড়িতে পুজো হয়ে যাওয়ার পর সেই ফুল সংগ্রহ করে নিয়ে তার পাপড়ি দিয়ে এরারুটকে মিশিয়ে তৈরি করা হয় বিশেষ ধরনের আবির। সেই আবির দিয়ে তার উত্তর দমদম বিধানসভা কেন্দ্রে মহিলারা দোল খেলেন বলে এদিন জানান রাজ্যের অর্থ দফতরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

তিনি আরও বলেন,''যৌবনে দোল (Dol Yatra 2025) একরকম থাকে। প্রবীণ কালে হোলির রং আরেক রকম হয়। রাজনীতিতে আলাদা আলাদা রং থাকবে তা সংবিধান বলে। কিন্তু হোলি উৎসব হচ্ছে সব রংকে মিলিয়ে দেওয়া। যেখানে কোনও ভেদাভেদ থাকবে না। রাজনীতি থাকবে না (West Bengal Politics News)। তার দল বিশ্বাস করে, সব দল থাকবে। এক দেশ একদল হবে না (One Nation one vote)।''

Share this article
click me!

Latest Videos

অস্ত্র পাচারেই চলছে West Bengal-এ? Mamata Banerjee-র TMC-কে কাঠগড়ায় তুললেন Adhir Ranjan Chowdhury
Shankar Ghosh : "মমতা সবচেয়ে বড় ভাঁওতাবাজ মুখ্যমন্ত্রী", কেন বললেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ
RG Kar মামলায় নতুন মোড়! কি বললেন আইনজীবী করুণা নন্দী? দেখুন | RG Kar News Today
‘Mamata Banerjee টিকতে পারবে না যদি Hindu-রা একসঙ্গে ভোট দেয়!’ বিস্ফোরক মন্তব্য Arjun Singh-এর
Mamata Banerjee: এটা কী ভোটের সমীকরণ? প্রশ্ন শুনেই ক্ষেপে লাল হয়ে যা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়