Bratya Basu On Holi: বাংলার সম্প্রীতি নষ্ট হতে দেবেন না মুখ্যমন্ত্রী, দাবি ব্রাত্যর

সম্প্রীতির বার্তা দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন,''আজ সব রং মিশে গিয়েছে, নির্দিষ্ট কোন রং নেই। পাশাপাশি তিনি আরও বলেন, বাংলা সম্প্রীতির জায়গা।

কলকাতা: রঙের উৎসবে সম্প্রীতির বার্তা দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন,''আজ সব রং মিশে গিয়েছে, নির্দিষ্ট কোন রং নেই। পাশাপাশি তিনি আরও বলেন, বাংলা সম্প্রীতির জায়গা। বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করতে চাইল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তা করতে দেবেন না। শুধু তাই নয়, শুক্রবার দোলের দিন আমজনতার সঙ্গে রঙের উৎসবে মাতলেন রাজ্যের দুই মন্ত্রী ব্রাত্য বসু ও চন্দ্রিমা ভট্টাচার্য।

জানা গিয়েছে, শুক্রবার রঙের উৎসবে সামিল হন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। নিজের বিধানসভা এলাকার দক্ষিণ দমদম পৌরসভার ১৪ নং ওয়ার্ডের পৌর প্রতিনিধির আয়োজিত দোল উৎসবে রংয়ের আনন্দে মেতে ওঠেন রাজ্যের শিক্ষামন্ত্রী (Bratya Basu)। এদিন প্রভাত ফেরিতে অংশ নিয়ে এলাকাবাসীর সঙ্গে রংয়ের উৎসবে সামিল হন তিনি। পাশাপাশি রঙের উৎসবে অংশগ্রহণ করে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ''বিজেপি (BJP Bengal) ধর্ম নিয়ে রাজনীতি করতে চাইলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamta Banerjee) তা করতে দেবেন না।'' তিনি আরও বলেন, ''মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদনে সারা দিয়ে সর্বত্রই মানুষজন ভেষজ আবীর নিয়ে দোল উৎসবে মেতেছেন (West Bengal Holi Festivals)।''

Latest Videos

সূত্রের খবর, টাটকা ফুল নয়, বাড়িতে পুজো হয়ে যাওয়ার পর সেই ফুল সংগ্রহ করে নিয়ে তার পাপড়ি দিয়ে এরারুটকে মিশিয়ে তৈরি করা হয় বিশেষ ধরনের আবির। সেই আবির দিয়ে তার উত্তর দমদম বিধানসভা কেন্দ্রে মহিলারা দোল খেলেন বলে এদিন জানান রাজ্যের অর্থ দফতরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

তিনি আরও বলেন,''যৌবনে দোল (Dol Yatra 2025) একরকম থাকে। প্রবীণ কালে হোলির রং আরেক রকম হয়। রাজনীতিতে আলাদা আলাদা রং থাকবে তা সংবিধান বলে। কিন্তু হোলি উৎসব হচ্ছে সব রংকে মিলিয়ে দেওয়া। যেখানে কোনও ভেদাভেদ থাকবে না। রাজনীতি থাকবে না (West Bengal Politics News)। তার দল বিশ্বাস করে, সব দল থাকবে। এক দেশ একদল হবে না (One Nation one vote)।''

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Protest : হোলির সন্ধ্যায় হামলার প্রতিবাদে উত্তাল তমলুক, পথে শুভেন্দু | Holi 2025
শোকজ হওয়ার পরও কী শুভেন্দুকে ঠুসে দিতে চান? দেখুন কী বলছেন হুমায়ুন কবির
Nadia News: মেয়েকে মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে এই পরিণতি করল বাবা! আতঙ্কে Nadia-র ধুবুলিয়া এলাকা
‘West Bengal-এ রাজনীতির নামে কলুষতা করা হচ্ছে!’ TMC-BJP-কে একহাত নিলেন Sujan Chakraborty
Amritsar Latest Update : প্রমাণ CCTV-তে, অমৃতসরের মন্দিরে মধ্যরাতে হামলা, তদন্তে পুলিশ