উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূল সংলগ্ন এলাকায় যে সুস্পষ্ট নিম্নচাপ ছিল, তা বুধবার সকালে দুর্বল হয়ে সাধারণ নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপ আগামী ২৪ ঘণ্টার মধ্যে আরও দুর্বল হবে বলে পূর্বাভাস। পশ্চিমবঙ্গ জুড়ে কোথাও উল্লেখযোগ্য বৃষ্টিপাত রেকর্ড হয়নি। দক্ষিণ ও উত্তর — উভয় বঙ্গেই শুকনো আবহাওয়া বিরাজ করেছে বুধবার। বৃহস্পতিবারও আবহাওয়ার তেেমন কোনও পরিবর্তন হবে না বলে জানিয়েছে আঐআলিপুর আবহাওয়া দফতর।
25
শুকনো আবহাওয়া
হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ৭ দিন জুড়ে (৫ থেকে ১১ নভেম্বর পর্যন্ত) দক্ষিণ ও উত্তরবঙ্গের সব জেলাতেই শুকনো আবহাওয়া বজায় থাকবে বলে পূর্বাভাস। তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।
35
কমছে তাপমাত্রা
বুধবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.০° সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে সামান্য কম; এবং সর্বনিম্ন তাপমাত্রা ২২.৫° সেলসিয়াস, স্বাভাবিকের কাছাকাছি। আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বাধিক ৮৮% ও সর্বনিম্ন ৬২%।
কলকাতা ও আশেপাশের এলাকার জন্য আগামী ২৪ ঘণ্টায় আংশিক মেঘলা আকাশের পূর্বাভাস রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩০° সেলসিয়াস ও সর্বনিম্ন ২২° সেলসিয়াস থাকার সম্ভাবনা। ভোরের দিকে বাতাসে হিমেল অনুভবের কারণে শীত-শীত লাগতে পারে। তবে এখই নেই জাঁকিয়ে শীত পড়ার কোনও সম্ভাবনা।
55
মৎস্যজীবীদের সতর্ক বার্তা
এদিকে, আবহাওয়া দফতর মৎস্যজীবীদের পরামর্শ দিয়েছে— আগামী ২৪ ঘণ্টায় উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও বাংলাদেশের দক্ষিণ উপকূল সংলগ্ন গভীর সমুদ্র অঞ্চলে ৩৫–৪৫ কিমি/ঘণ্টা বেগে দমকা হাওয়া বইতে পারে, তাই ওই এলাকায় সমুদ্রে না যেতে। পশ্চিমবঙ্গে কোনো আবহাওয়া সতর্কতা বা বিপদের আশঙ্কা নেই। IMD জানিয়েছে, রাজ্যে আবহাওয়া আপাতত স্থিতিশীল থাকবে।