বঙ্গে শীতের পথে কাঁটা ঘূর্ণিঝড়! নভেম্বরের শেষ সপ্তাহেই প্রবল বর্ষণের আশঙ্কা

Published : Nov 24, 2025, 06:36 PM IST

WB Winter Alerts: সাগরে নিম্নচাপের জেরে শীতের পথে কাঁটা ঘূর্ণিঝড়? নভেম্বরের শেষ সপ্তাহে কেমন থাকবে সপ্তাহভর আবহাওয়া? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
16
আবহাওয়ার আপডেট

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত গভীর নিম্নচাপে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী ৪৮ ঘন্টায় গভীর নিম্নচাপ উত্তর ও উত্তর পশ্চিম দিকে সরে আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা। জানিয়েছে ভারতের মৌসম ভবন। ঘূর্ণিঝড় তৈরি হলে তার নাম হবে সেনিয়ার। নাম দিয়েছে সংযুক্ত আরব আমিরশাহী। যার অর্থ সিংহ। নভেম্বর মাসের শেষে বিশাখাপত্তনম এর কাছাকাছি ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা। এর সরাসরি কোনও প্রভাব নেই বাংলায়। তবে হাওয়ার গতি পরিবর্তন হতে পারে নভেম্বরের শেষ সপ্তাহে। আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। দুর্যোগপূর্ণ আবহাওয়া। প্রবল বর্ষণ ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। পর্যটক ও মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা আবহাওয়া দফতরের।

26
শুস্ক আবহাওয়া

আপাতত শুষ্ক আবহাওয়া। কোনও কোনও জেলায় সকালে কুয়াশা। পরে পরিষ্কার আকাশ। শীতের আমেজ অনেকটাই কম। সকালে ও রাতে হালকা শীতের অনুভূতি। আগামী ৩/৪ দিন কুয়াশার সম্ভাবনা বাড়বে রাজ্যে। উত্তর ও দক্ষিণ বঙ্গের সব জেলাতেই খুব সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে উত্তরবঙ্গের পার্বত্য জেলা এবং দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে।

36
ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা

দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন মালাক্কা প্রণালীতে তৈরি নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এটি ক্রমশ ও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। আজ সিস্টেমটি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে গভীর নিম্নচাপে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা। পরবর্তী ৪৮ ঘন্টায় গভীর নিম্নচাপ উত্তর ও উত্তর পশ্চিম দিকে সরে আরো শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা। জানিয়েছে ভারতের মৌসম ভবন।কোমোরিন এলাকায় তৈরি হয়েছে একটি আপার এয়ার সার্কুলেশান বা ঘূর্ণাবর্ত। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন কোমরিন এলাকা ও শ্রীলঙ্কা উপকূলে ২৫ নভেম্বর এটি নিম্নচাপে পরিণত হবে। আরও দুটি আপারি আর সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর-পূর্ব অরুণাচল প্রদেশ ও পূর্ব বাংলাদেশ সংলগ্ন এলাকায়। একটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ পূর্ব আরবসাগর এলাকায়।

46
দক্ষিণবঙ্গের আবহাওয়া

সামান্য কমেছে সর্বনিম্ন তাপমাত্রা।‌ স্বাভাবিকের ওপরে যে তাপমাত্রা রয়েছে তা স্বাভাবিকের কাছাকাছি বা সামান্য নিচে নামতে পারে। কলকাতায় ১৭ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াস এবং জেলায় ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা থাকবে আগামী পাঁচ দিন। দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া। ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওঠানামা করতে পারে। তাপমাত্রার খুব একটা বড়সড় পরিবর্তন নেই। স্বাভাবিকের কাছাকাছি থাকবে তাপমাত্রা। শুষ্ক হাওয়ায় হালকা শীতের আমেজ। রাতে এবং খুব সকালে হালকা শীতের আমেজ থাকলেও দিনের বেলায় তা উধাও হবে।আগামী দু-তিন দিন কুয়াশার সম্ভাবনা বাড়বে রাজ্যে। উত্তরপূর্ব ভারতের রাজ্যগুলিতে কুয়াশার সতর্কতা। তার প্রভাব পড়ার সম্ভাবনা। দক্ষিণ বঙ্গের সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা। খুব সকালে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। উপকূলের জেলাগুলিতে কুয়াশা সম্ভাবনা বেশি থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই আপাতত।

56
উত্তরবঙ্গের আবহাওয়া

আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গেও আপাতত শুষ্ক আবহাওয়া। স্বাভাবিকের কাছেই থাকবে তাপমাত্রা। শীতের আমেজ চলবে। তাপমাত্রার বড়সড় কোনও পরিবর্তন নেই। সকালেও রাতে শীতের আমেজ থাকলেও দিনের বেলায় শীতের অনুভূতি কমবে। দার্জিলিং এর তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস এর ঘরে। সকালে বিক্ষিপ্ত হবে দু এক জায়গায় কুয়াশার সম্ভাবনা। কোচবিহার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে।

66
কলকাতার আবহাওয়া

সকালে কুয়াশা/ধোঁয়াশা। পরে পরিষ্কার আকাশ। তাপমাত্রায় বড়সড় পরিবর্তন নেই। আজকেও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসে। সকালে হালকা কুয়াশা। কলকাতায় পারদ ১৭ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াস এর ঘরেই থাকবে। আগামী পাঁচ দিন একই রকম আবহাওয়া। সর্বনিম্ন তাপমাত্রায় বড়সড় পরিবর্তন নেই। কলকাতার তাপমান। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৪৪ থেকে ৯১ শতাংশ।

Read more Photos on
click me!

Recommended Stories