সুপ্রিম কোর্টে দীর্ঘ দিন ধরে শুনানি হয় ডিএ মামলার। একাধিক মামলা পিছিয়ে দেওয়া হয়েছিল। সব বাধা পেরিয়ে গত ৮ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে শেষ হয়েছে ডিএ মামলার শুনানি। এবার শুধু রায় দানেরই অপেক্ষা।
দীর্ঘ ১০ বছর ধরে রাজ্যের সরকারি কর্মীরা মহার্ঘ ভাতা বা DA-এর জন্য লড়াই করছে। কিন্তু এখনও প্রাপ্য ডিএ তো দূরের কথায় বিচারই পায়নি। দীর্ঘ আইনি লড়াইয়ে রীতিমত হতাশ রাজ্যের সরকারি কর্মীরা। এই অবস্থায় কবে সুপ্রিম কোর্ট ডিএ মামলার রায় দেব- সেই প্রতীক্ষায় দিন কাটছে রাজ্যের সরকারি কর্মীদের।
25
সুপ্রিম কোর্টে ডিএ মামলা
সুপ্রিম কোর্টে দীর্ঘ দিন ধরে শুনানি হয় ডিএ মামলার। একাধিক মামলা পিছিয়ে দেওয়া হয়েছিল। সব বাধা পেরিয়ে গত ৮ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে শেষ হয়েছে ডিএ মামলার শুনানি। এবার শুধু রায় দানেরই অপেক্ষা।
35
ডিএ মামলার বেঞ্চ
রাজ্য সরকারি কর্মীদের একাংশের মতে ডিসেম্বরেই হতে পারে DA মামলার রায় ঘোষণা। কারণ ডিসেম্বর মাসের ১২ ও ১৩ তারিখ পরপর দুই দিন বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের স্পেশাল বেঞ্চ গঠন হওয়ার কথা রয়েছে। DA মামলার শুনানিও শেষ হয়েছে এই দুই বিচারপতির বেঞ্চে।
যদিও ডিসেম্বর মাসে রায় দান সম্পর্কে এখনও নিশ্চিত নন সরকারি কর্মীরা। তাদের কথায় একমাত্র যেদিন দুই বিচারপতির বেঞ্চ বসবে, আদালতের কজ লিস্ট বা সাপ্লিমেন্টারি কজ লিস্টে 'কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড আদার্স বনাম ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স' মামলার নাম থাকবে সেই দিনই বহু প্রতীক্ষীত ডিএ মামলার রায় ঘোষণা করা হতে পারে। তাই এর বাইরে তারা কোনও তারিখ অনুমান করতে রাজি নন। সরকারি কর্মীদের একাংশের কথায় যেদিন এই দুটি শর্ত পুরণ হবে সেদিই রায় ঘোষণা হবে।
55
রায় নিয়ে আশা
সুপ্রিম কোর্টের ওপর আশা ও ভরসা রয়েছে রাজ্যের সরকারি কর্মীদের। কারণ ডিএ নিয়ে রাজ্যের সঙ্গে আইনি লড়াই নিয়ে আগেও তারা সাফল্য পেয়েছেন। সেই সাফল্যের পথ ধরেই সর্বোচ্চ আদালত তাদের পক্ষেই রায় দেবে বলেও আশাবাদী রাজ্যের সরকারি কর্মীরা।