পেশায় চিকিৎসক RG Kar মেডিক্যাল কলেজের নিহত তরুণীর প্রেমিক। তাদের গত বছরই বিয়ে করার কথা ছিল। কিন্তু সবকিছু ওলটপালট করে দিয়ে চলে গেছেন তরুণী।
জীবন নদীর মত। ছন্দপতন হলেও তা থেমে থাকে না। জীবনে বহতা। তাই জীবনের ওপর দিন প্রবল ঝড় ঝাপটা বয়ে গেলেও থেমে নেই RG Karএর নিহত তরুণীর প্রেমিকের জীবন। একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছে, জীবন চলছে। কাজে ফিরতে পেরেছেন। এটাই তাঁর কাছে বড় কথা। তিনি বলেছেন, নিহতের বিচার চাই। নিহতের পরিবারের সঙ্গে এখনও যোগাযোগ রয়েছে তাও অকপটে জানিয়েছেন 'প্রেমিক'।
পেশায় চিকিৎসক RG Kar মেডিক্যাল কলেজের নিহত তরুণীর প্রেমিক। তাদের গত বছরই বিয়ে করার কথা ছিল। কিন্তু সবকিছু ওলটপালট করে দিয়ে চলে গেছেন তরুণী। কিন্তু তারপর অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছিল বিশেষ বন্ধুর জীবন। তিনি জানিয়েছেন, মানসিক অবসাদে ভুগছিলেন। চিকিৎসাও হয়েছে। এখনও চলছে। কিন্তু কাজে ফিরতে পেরেছেন। তা অনেক সমস্যা সমাধান করে দিয়েছে।
তিনি জানিয়েছেন নিহতের পরিবারের সঙ্গে নিয়মিত যোগা যোগ রাখেন। তিনি নির্যাতিতার বাবা ও মাকে কাকু কাকিমা বলেও সম্বধন করেছেন। তিনি বলেছেন, বিচার চাই। 'কাকু কাকিমা যা বলছেন সেগুলি আমার কথা।' তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, এখনই বিয়ে বা সংসার করার কথা তিনি ভাবছেন না। তবে পুরনো কথা মনে করলে এখনও নিজেকে অসহায় লাগে বলেও জানিয়েছে। তিনি বলেছেন, 'কাজে ফিরছি, রোগী দেখছি।' তিনি জানিয়েছেন এখন কাজ নিয়েই তিনি থাকতে চান।
দেখতে দেখতে ঘুরে গেল একটি বছর। কাটাছেঁড়া শুরু হয়েছে RG Kar-কাণ্ড নিয়ে। নতুন করে বেশ কিছু কর্মসূচি। নির্যাতিতার পরিবার এখনও বিচারের দাবিতে সরব হয়েছে। কোর্টের দ্বারস্থ হয়েছেন। এই ঘটনায় একমাত্র দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয় রায়। বর্তমানে তার ঠিকানা প্রসিডেন্সি জেল।


