২০২২ সালে দক্ষিণের শীত সাধারণ মানুষকে বেশ হতাশ করলেও ২০২৩-এ ডিসেম্বরের শুরু থেকেই পড়ে গেছে রেকর্ড ঠাণ্ডা। জেলায় জেলায় ১২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে গেছে পারদ।
29
পারদ পতনে উত্তরবঙ্গের সঙ্গে জোরকদমে পাল্লা দিচ্ছে দক্ষিণবঙ্গ। কলকাতায় বুধবারও ১৫ ডিগ্রির ঘরে থাকবে তাপমাত্রার পারদ।
39
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে যে, আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গে শীতের দাপট, বৃহস্পতিবার এবং শুক্রবারে তাপমাত্রা আরও কমে যেতে পারে।
49
গাঙ্গেয় বঙ্গের জেলাগুলিতে সকাল থেকে দেখা যেতে পারে শীতের দাপট। আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, বুধবারের তাপমাত্রাই এই মরশুমের শীতলতম দিন।
59
কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকলেও বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান এবং নদিয়া জেলায় তাপমাত্রা প্রায় ১২ ডিগ্রির কাছাকাছি নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
69
অন্যদিকে, দার্জিলিং এবং কালিম্পং জেলায় বৃষ্টির সঙ্গে তুষার পতন অব্যাহত রয়েছে। পার্বত্য এলাকায় শিলাবৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে।
79
বুধবার আকাশ প্রধানত মেঘলা থাকার সম্ভাবনা। ওপরের দিকের পাঁচ জেলা, যেমন, দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়িতে হালকা বৃষ্টি হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।
89
উত্তরবঙ্গের জেলাগুলিতেও আপাতত কুয়াশার দাপট চলবে। দার্জিলিং-এর সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, সর্বোচ্চ ১৩ ডিগ্রি সেলসিয়াস।
99
উত্তরের জেলাগুলিতেও আপাতত আগামি কয়েকদিন তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।